ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের শুরুতেই তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে কেমার রোচের বলে বোল্ড হন তামিম। দলীয় ২৩ রানে ব্যক্তিগত ৯ রান নিয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে এই ৯ রানেই রেকর্ডের খাতায় নাম লেখিয়েছেন তামিম। টপকে গেছেন মুশফিকুর রহিমকেও।
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার কীর্তি আগেই নিজের করে রেখেছেন তামিম ইকবাল। বাকি ছিল টেস্ট ক্রিকেটে। এবার দেশের ক্রিকেটারদের মাঝে দীর্ঘ ফরম্যাটেও সর্বোচ্চ রানের মালিক হলেন বাঁহাতি এ ব্যাটসম্যান।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো করতে পারেননি তামিম ইকবাল। ১৫ মোকাবেলা করে ৯ রানে আউট হন তামিম। তবে সর্বোচ্চ রান করা মুশফিককে টপকাতে তামিমের ঠিক ৯ রানেরই প্রয়োজন ছিল। ৯ রানের ইনিংসে তামিমের ব্যাটে দুটি চারের মার ছি।
ইনিংসের শুরুতে পরপর দুই বাউন্ডারি মেরে রানের সংখ্যায় মুশফিকের পাশে বসেন তামিম। এরপর চতুর্থ ওভারে (৩.৫ বল) শ্যানন গ্যাব্রিয়েলের বলে ১ রান নিয়ে মুশফিককে টপকে যান তামিম ইকবাল। এর ফলে বাংলাদেশি ব্যাটম্যানদের মধ্যে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট, সব ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হলেন তামিম ইকবাল।
এই ম্যাচের আগে সবার উপরে থাক টেস্ট ক্রিকেটে মুশফিকের রান ছিল ৪ হাজার ৪১৩। আর তামিমের বর্তমান রান ৪ হাজার ৪১৪। মাত্র ১ রান কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে মুশফিক। তবে এ রেকর্ড তামিম বেশিক্ষণ ধরে রাখতে পারবে কি-না তা নির্ভর করছে মুশফিকের উপরই। কারণ, তামিম ৯ রানে আউট হলেও এখনো ব্যাট হাতে মাঠে নামেননি মুশফিক।তামিম এ রান করেছেন ৬১ টেস্টে। আর মুশফিক খেলেছেন ৭১ ম্যাচ (চলতি ম্যাচ বাদে)।
এছাড়া টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের তালিকায় তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান, ৩ হাজার ৮৬২ রান। এরপর রয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ৩ হাজার ২৬) ও বর্তমান অধিনায়ক মমিনুল হক, ২ হাজার ৮৬০ রান।
ওয়ানডে ক্রিকেটে তামিম রান ৭ হাজার ৩৬০। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের রান ৬ হাজার ৪৩৬। টি-টোয়েন্টিতে ১ হাজার ৭০১ রান নিয়ে সবার উপরে তিনি। তারপরেই রয়েছেন সাকিব আল হাসান, ১ হাজার ৫৬৭ রান।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]