প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স টেস্টেও দেখাতে চান কর্নওয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫২ পিএম, ৩১ জানুয়ারি ২০২১
প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স টেস্টেও দেখাতে চান কর্নওয়াল

দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৭ রানে ৫ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী অফ-স্পিনার রাকিম কর্নওয়াল। টেস্ট সিরিজের আগে এমন পারফরমেন্স আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে তার।

বুথবার (৩ ফেব্রুয়ারি) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে এ সাফল্য টেনে নিতে পারবেন মনে করছেন কর্নওয়াল। তিন দিনের প্রস্তুতিমূলক ম্যাচের দ্বিতীয় দিন শেষে এমনটাই জানিয়েছেন তিনি।

কর্নওয়াল বলেন, ‘আমি মনে করি, আমার আত্মবিশ্বাস ভালো। এই আত্মবিশ্বাস নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে। টেস্টের আগে আরও দুইদিন বাকি আছে, আমার বিশ্বাস টেস্ট ম্যাচে নিজেকে প্রস্তুত করার জন্য যা দরকার আমি সেটা পারব।’

তিনি বলেন, ‘আমি মনে করি পরের সপ্তাহে শুরু হওয়া টেস্ট ম্যাচেও একই অবস্থা হবে। তাই এমন কোনও কিছুর উপর অনুশীলন করা ভালো যা আপনি ম্যাচটি করতে পারবেন। টেস্ট ম্যাচের জন্য সকল কিছুতে আপনার পরিকল্পনা অনুযায়ী করতে পারবেন।’

ইনিংসে সাফল্য পাওয়ার পেছনে সঠিক জায়গায় বল করাই মূল চাবিকাঠি ছিল বলে জানান কর্নওয়াল। বলেন, ‘আমি বিষয়টি খুব সহজভাবে দেখেছি, সঠিক লেন্থে বল করেছি এবং দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতা অব্যাহত রেখেছি।’

কর্নওয়ালের দুর্দান্ত বোলিংয়ের সাথে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলে দ্বিতীয় দিন শেষে দলকে বড় লিড এনে দিয়েছেন এনক্রুমার বোনার। রোববার ম্যাচের শেষ দিন সেঞ্চুরির স্বপ্ন দেখছেন তিনি। তবে দিনের খেলা শুরুর আগে ইনিংস ঘোষণা করলে বোনারের সেই স্বপ্ন পূরণ হবে না।

বোনার বলেন, ‘এটি ছিল স্ট্রেইট ব্যাটে খেলা এবং বিশ্বাসের বিষয় । যা আমার পক্ষে কাজ করেছিল। এটি ভালো ছিল (টেস্ট ম্যাচের জন্য ভালো প্রস্তুতি)। এটি অনেকটা একই রকম উইকেট ছিল। এখানে বল নিচু হয়েছে এবং স্পিনও হয়েছে। আমি মনে করি, টেস্ট ম্যাচে আগে খুবই ভালো অনুশীলন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি যতটা সম্ভব ব্যাট করতে চাই। আমরা উপমহাদেশে সাধারণ খেলি না। তাই এমন উইকেটে অনেক বেশি সময় ব্যাট করতে চাই। এটি অবশ্যই টেস্ট ম্যাচে সহায়তা করবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কর্নওয়াল-ওয়ারিকেনের ঘূর্ণিতে কুপোকাত বিসিবি একাদশ

কর্নওয়াল-ওয়ারিকেনের ঘূর্ণিতে কুপোকাত বিসিবি একাদশ

শুরুটা ভালো করতে চান রাহী

শুরুটা ভালো করতে চান রাহী

১৮ জনের টেস্ট দলে ৪ স্পিনারের সঙ্গে ৫ পেসার

১৮ জনের টেস্ট দলে ৪ স্পিনারের সঙ্গে ৫ পেসার

আমি একজন লড়াকু মানুষ, হাল ছাড়ি না : মাহমুদউল্লাহ

আমি একজন লড়াকু মানুষ, হাল ছাড়ি না : মাহমুদউল্লাহ