২০১৮ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসে চার স্পিনার সাকিব আল হাসান, মেহদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসানের বলে নাস্তানাবুদ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওই সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল ক্যারিবিয়রা। তবে উইন্ডিজের সহ-অধিনায়ক জার্মেইন ব্ল্যাকউড জানিয়েছেন, হোম গ্রাউন্ডে বাংলাদেশি স্পিনারদের মোকাবেলায় এবার তারা মানসিকভাবে প্রস্তুত।
সর্বশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের ৪০টি উইকেটই নিয়েছিলেন টাইগার স্পিনারররা। তন্মধ্যে সর্বোচ্চ ১৫ উইকেট দখল করেছিলেন মিরাজ। এছাড়া তাইজুল ১০টি, সাকিব ৯টি এবং বাকি ৬টি উইকেট নিজের করে নিয়েছিলেন নাঈম।
সাকিব যখন নিষেধাজ্ঞায় ছিলেন তখন চার স্পিানার আক্রমণ থেকে বঞ্চিত ছিল বাংলাদেশ। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে এখন টেস্ট স্কোয়াডে ফিরেছেন তিনি। ফলে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে আক্রমণে প্রস্তুত চার টাইগার স্পিনার।
৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের কথা বলেছেন উইন্ডিজের সহ-অধিনায়ক জার্মেইন ব্ল্যাকউড। সিরিজে তার দলের ব্যাটসম্যানরা স্বাগতিক স্পিনারদের সামলাতে পারবেন বলে আশা করেন তিনি।
ব্ল্যাকউড বলেন, ‘এখানকার (বাংলাদেশ) উইকেট খুবই ধীরগতির। সুতরাং আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। কারণ, এই মুহূর্তে আমাদের কৌশলগত কাজের সুযোগ খুব বেশি নেই। তবে আমি চিন্তা-ভাবনা করে যেটুকু বুঝতে পারছি, উইকেট খুবই ধীরগতির ও স্পিন সহায়ক হবে। আমি যদি তাই মানসিক প্রস্তুতি নিতে পারি তাহলে ভালো হবে। ফলে নিজ থেকেই সবকিছুতে সাবধানতা চলে আসবে।’
ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় না পেলেও টেস্ট সিরিজের আগে যথেষ্ট সুযোগ ও সময় পেয়েছেন ক্যারিবীয়রা। তিনি বলেন, ‘নেটে আমি ভালো ব্যাট করছি। এটিকে আমি মাঠে টেনে নিতে চাই। এখান থেকে বেরিয়ে ক্রিকেট খেলার জন্য আমার যেন তর সইছে না। বেশ কিছুদিন ধরে আমরা বাংলাদেশে আছি। তাই চাই বাইরে গিয়ে ক্রিকেট খেলতে।’
২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে গিয়ে যে ফর্ম ব্ল্যাকউড দেখিয়েছেন আসন্ন সিরিজে সেটি ধরে রাখার বিষয়ে আশাবাদী ক্যারিবীয় এই সহ-অধিনায়ক। সেখানে দুই টেস্টে তিনি চার ইনিংস ব্যাট করে সংগ্রহ করেছেন ২১৬ রান। যার মধ্যে একটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি ছিল। সিরিজে এটিই ছিল ক্যারিবীয় ব্যাটসম্যানদের একমাত্র সেঞ্চুরি।
ব্ল্যাকউড বলেন, ‘আমি আমার ভূমিকার পরিবর্তন করতে চাই না। গত দুই সিরিজে আমি রানের মধ্যে ছিলাম। আগামীতেও লক্ষ্য রানের ওই ধারা অব্যাহত রাখা। আমি দলের জন্য কয়েকটি জয় পেতে চাই। আমরা নতুন কিছু চিন্তা করছি, যা বেশ কার্যকর দেখাচ্ছে। এই ব্যাটিং ইউনিট তাদের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবে বলে আমি আশাবাদী।’
টেস্ট দল নিয়ে তিনি বলেন, ‘আমাদের উপযুক্ত লাইনআপে আছেন ক্রেইগ ব্র্যাথওয়েইট, তরুণ মোসেলি, আমি নিজে ও জশ। একবার যদি আমরা আমাদের পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে পারি, তাহলে ভালো সংগ্রহের পথে আমাদের কেউ আটকাতে পারবে না।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]