মানসিক ও কৌশলগত উন্নতির পর প্রস্তুত রাব্বি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৪ এএম, ২৮ জানুয়ারি ২০২১
মানসিক ও কৌশলগত উন্নতির পর প্রস্তুত রাব্বি

মানসিক ও কৌশলগত উন্নতি লাভের পর দীর্ঘ ভার্সনের ক্রিকেটে সাফল্য পেতে প্রস্তুত বাংলাদেশ দলের তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি। বাংলাদেশের ক্রিকেটে তার মধ্যে দারুণ সম্ভাবনা দেখা দিলেও ওই দুটি বিষয়ে তার মধ্যে ঘাটতি দেখা দিয়েছিল।

রাব্বি বলেন, ‘মানসিক দৃঢ়তার বিষয়ে গত এক বছরে আমি আল্লাহর রহমতে উন্নতি করেছি। আসলে আগের এক দুইটি খারাপ ইনিংস খেলে আমি মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত হয়েছিলাম। ওই সময় আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলাম। তবে এখন আমার মানসিকতার উন্নতি হয়েছে। আমার মনে হয় মানসিক দিক থেকে আমি এখন অনেক বেশি এগিয়েছি।’

তরুণ এই ব্যাটসম্যান বলেন, ‘একই সঙ্গে আমি কৌশলগত দিকেও উন্নতি লাভ করেছি। নেইল ম্যাকেঞ্জির (সাবেক ব্যাটিং কোচ) সঙ্গে কাজ করার সময় আমি অনেক কিছু শিখেছি। কৌশলগত কিছু ভুল তিনি আমাকে শুধরে দিয়েছেন। এখন জাতীয় দলে ডাক পেয়ে আমি ব্যাটিং কোচ হিসেবে জন লুইসকে পেয়েছি। আমি নিজের আরও উন্নতির জন্য তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করতে পেরে উচ্ছ্বসিত নবীন এই ব্যাটসম্যান। বলেন, ‘জাতীয় দলে যোগ দিয়েই আমি বাংলাদেশি গ্রেটদের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করতে পেরে দারুণ রোমঞ্চিত। আমি তাদের দেখে, তাদের আইডল মেনেই বড় হয়েছি। আর আজ আমি এখানে তাদের সঙ্গে। এটি দারুণ এক রোমঞ্চকর ব্যাপার। আমি তাদের কাছ থেকে শিখতে চাই।’

সিনিয়র খেলোয়াড়দের কাজ করার পদ্ধতি দেখে বিষ্মিত ইয়াসির বলেন, ‘আমি তাদের যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এই পর্যায়ে এসেও দলে স্থান নিশ্চিত থাকার পরও তারা প্রচুর পরিশ্রম করছেন। যে কোন তরুণের চেয়েও বেশি পরিশ্রম করছেন। সাকিব, তামিম ও মুশফিক ভাই এখনো যেভাবে নিজেদের ধরে রেখেছেন তা শিক্ষণীয়।’

জাতীয় দলের প্রাইমারি ক্যাম্পে বেশ কিছুদিন ধরে থাকলেও কখনো মূল দলে জায়গা পাননি ইয়াসির। এবার তিনি সেই বাঁধা অতিক্রম করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে তার নিজ শহর চট্টগ্রামে। এখানেই অভিষেকের আশা করছেন তিনি।

তরুণ এই ব্যাটসম্যান বলেন, ‘চট্টগ্রাম টেস্ট আয়োজন করছে এটি স্থানীয় হিসেবে আমাদের জন্য গৌরবের বিষয়। টেস্ট দলের অংশ হতে পেরে আমি সত্যি দারুণভাবে উচ্ছ্বসিত। এখনো জানি না মূল একাদশে জায়গা পাব কি-না। তবে তাদের (সাকিব-তামিমদের) সঙ্গে থাকতে পারাটাও দারুণ গৌরবের বিষয়।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে : তামিম

টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে : তামিম

রানে তামিম, উইকেটে সেরা মিরাজ

রানে তামিম, উইকেটে সেরা মিরাজ

এক নজরে বাংলাদেশের হোয়াইটওয়াশ

এক নজরে বাংলাদেশের হোয়াইটওয়াশ

দ্বিতীয়স্থানে উঠে এলো বাংলাদেশ

দ্বিতীয়স্থানে উঠে এলো বাংলাদেশ