টেস্ট সিরিজ খেলতে ভারতে আসছে না ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও বোলার মার্ক উড এবং স্যাম কুরান। তাদের পরিবর্তে দলে জায়গায় দলে ডাক পেয়েছেন যথাক্রমে বেন স্টোকস-জোফরা আর্চার ও ররি বার্নস।
ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চেন্নাইয়ে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ।
বেয়ারস্টো-উড-কারানের জায়গায় দলে ডাক পাওয়া বেন স্টোকস-জোফরা আর্চার ও ররি বার্নস তিনজনই চলমান শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজে বিশ্রামে আছেন। এছাড়া দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে আছেন বেন ফোকস। প্রথম টেস্টের পর দেশে ফিরে যাবেন আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশ বাটলার।
এ মুর্হূতে শ্রীলঙ্কায় ঘাড়ে ইনজুরির পরিচর্যা করছেন ওলি পপ। ভারতেও তার পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকবে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই সিরিজে খেলতে পারবেন পপ।
চার ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টই হবে চেন্নাইয়ে। এরপর দু’টি টেস্ট হবে আহমেদাবাদে। সিরিজের তৃতীয় টেস্টটি দিবা-রাত্রির, যা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। সিরিজের দ্বিতীয় ও চতুর্থ টেস্ট শুরু হবে যথাক্রমে ১৩ ফেব্রুয়ারি ও ৪ মার্চ।
ইংল্যান্ড দল (প্রথম দুই টেস্ট)
জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, মঈন আলী, জেমস এন্ডারসন, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জশ বাটলার (উইকেটরক্ষক), জ্যাক ক্রলি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলি, বেন স্টোকস, ওলি স্টোন ও ক্রিস ওকস।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]