না খেলে দুঃসংবাদ পেলেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩০ এএম, ২২ জানুয়ারি ২০২১
না খেলে দুঃসংবাদ পেলেন কোহলি

ফাইল ফটো

প্রথমবারের মতো বাবা হতে যাওয়ায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো টেস্ট সিরিজ খেলেননি বিরাট কোহলি। চার ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলেই দেশে ফিরে গেছেন তিনি। কোহলি পরিবর্তে আজিঙ্কা রাহানের ভারপ্রাপ্ত নেতৃত্বে ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে ভারত।

স্বাগতিক অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় পাওয়ায় ভারতজুড়ে আনন্দের বন্যা বয়ে গেলেও দুঃসংবাদ শুনলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় না খেলায় টেস্ট র‌্যাংকিংয়ে একধাপ পিছিয়ে গেছেন তিনি।

বুধবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ঘোষিত র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বর পজিশনে নেমে গেছেন ভারতীয় অধিনায়ক কোহলি (রেটিং ৮৬২)। তাকে সরিয়ে ৮৭৮ রেটিং নিয়ে তিন নম্বরে উঠে গেছেন অজি তারকা মার্নাস লাবুশেন।

৯১৯ রেটিং নিয়ে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ফর্মে ফেরা অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ (রেটিং ৮৯১) রয়েছেন র‌্যাকিংয়ের দুই নম্বরে।

টেস্ট র‌্যাংকিয়ে বোলারদের মাঝে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার পেট কামিন্স। দু’য়ে ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রড এবং তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের নিল ওয়াগনার।

অলরাউন্ড র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ড তারকা বেন স্টোকস, দ্বিতীয় পজিশনে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার, তিনে ভারতীয় অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। এছাড়া দীর্ঘদিন টেস্ট ম্যাচ না খেলেও চার নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর খেলবেন না মালিঙ্গা

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর খেলবেন না মালিঙ্গা

ম্যাচ সেরা সাকিব ভাঙলেন নিজের রেকর্ড

ম্যাচ সেরা সাকিব ভাঙলেন নিজের রেকর্ড

রোমাঞ্চ ছড়িয়ে ভারতের জয়

রোমাঞ্চ ছড়িয়ে ভারতের জয়

উইন্ডিজ সিরিজ : কতটা প্রভাব পড়বে র‌্যাংকিংয়ে

উইন্ডিজ সিরিজ : কতটা প্রভাব পড়বে র‌্যাংকিংয়ে