ডাবল-সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে রুট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ পিএম, ১৭ জানুয়ারি ২০২১
ডাবল-সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে রুট

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ডাবল-সেঞ্চুরি করে ২২৮ রানে আউট হন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এ রানের সুবাদে টেস্ট ক্যারিয়ারের ৮ হাজার রান পূর্ণ করেছেন রুট।

ডাবল-সেঞ্চুরি ও ৮ হাজার রানের রেকর্ড বইয়ে জায়গা করে নেন রুট। কেভিন পিটারসেনের পর ইংল্যান্ডের পক্ষে দ্রুত ৮ হাজার রান পূর্ণ করেন তিনি। ৮ হাজার রান করতে পিটারসেনের লেগেছিল ১৭৬ ইনিংস। যেখানে রুটের রেগেছে ১৭৮ ইনিংস। ফলে দ্বিতীয়স্থানে রয়েছেন তিনি।

ইংল্যান্ডের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার রানের ক্লাবে রুট। এদের মধ্যে সবচেয়ে বেশি গড় রুটের। তার ব্যাটিং গড় ৪৯ দশমিক ০৯। দ্বিতীয় স্থানে আছেন জেফরে বয়কট। ১০৮ ম্যাচে ৪৭ দশমিক ৭২ গড়ে ৮১১৪ রান করেছেন বয়কট।
ইংল্যান্ডের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এশিয়ার মাটিতে ডাবল-সেঞ্চুরির স্বাদ নিলেন রুট।

এর আগে অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, টেড ডেক্সটার ও গ্রায়েম ফ্লাওয়ার এশিয়ার মাটিতে ডাবল-সেঞ্চুরি করেছিলেন।
দেশের বাইরে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল-সেঞ্চুরির রেকর্ড রুটের। মোট ২টি ডাবল-সেঞ্চুরি করেছেন তিনি। ১টি করে ডাবল-সেঞ্চুরি আছে কুক, ডেক্সটার ও লিওনার্ড হটনের।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্টোকসকে যেকোন পরিস্থিতে ব্যবহার করে সফল হওয়া যায় : রুট

স্টোকসকে যেকোন পরিস্থিতে ব্যবহার করে সফল হওয়া যায় : রুট

নাসিমের ‘স্বপ্নের হ্যাটট্রিকে’ তিন দেশের ব্যাটসম্যান

নাসিমের ‘স্বপ্নের হ্যাটট্রিকে’ তিন দেশের ব্যাটসম্যান

অভিষেকের ৫০ বছর পর টেস্ট ক্যাপ পেলেন জোন্স

অভিষেকের ৫০ বছর পর টেস্ট ক্যাপ পেলেন জোন্স

এটি  আমার জীবনের অন্যতম সেরা দিন : স্টোকস

এটি আমার জীবনের অন্যতম সেরা দিন : স্টোকস