রুটের ডাবল-সেঞ্চুরি, ইনিংস হার এড়াতে লড়ছে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০১ পিএম, ১৭ জানুয়ারি ২০২১
রুটের ডাবল-সেঞ্চুরি, ইনিংস হার এড়াতে লড়ছে শ্রীলঙ্কা

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ডাবল-সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তার ২২৮ রানের সুবাদে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪২১ রানের পাহাড় গড়েছে সফরকারী ইংল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ২৮৬ রানের লিড পায় ইংলিশরা।

প্রথম ইনিংসে ১৩৫ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ১৫৬ রান করেছে শ্রীলংঙ্কা। ফলে ইনিংস হার এড়াতে স্বাগতিক শ্রীলঙ্কাকে আরও ১৩০ রান করতে হবে, হাতে রয়েছে ৮টি উইকেট।

ব্যক্তিগত ১৬৮ নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করেন রুট। ইনিংসের ১০৬তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে ৯৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ডাবল-সেঞ্চুরি পূর্ণ করেন রুট।

ডাবল-সেঞ্চুরি করে ব্যক্তিগত ২২৮ এবং দলীয় ৪২১ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন রুট। শিকার হন দিলরুয়ান পেরেরা। ৩২১ বল মোকাবেলায় ১৮টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান রুট। ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে পেরেরা ১০৯ রানে ৪টি উইকেট নেন।

পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার কুশল পেরেরা ও লাহিরু থিরিমান্নে ১০১ রানের জুটি গড়েন। পেরেরা ৬২ রানে থামলেও ৭৬ রানে অপরাজিত আছেন থিরিমান্নে। তার সাথে খালি হাতে অপরাজিত আছেন এম্বুলদেনিয়া। তিন নম্বরে নামা মেন্ডিস ১৫ রান করে ফিরেন। ইংল্যান্ডের স্যাম কারান ও জ্যাক লিচ ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ১৩৫ ও ১৫৬/২, ৬১ ওভার (থিরিমান্নে ৭৬*, পেরেরা ৬২, কারান ১/২৫)
ইংল্যান্ড : ৪২১/১০, ১১৭.১ ওভার (রুট ২২৮, লরেন্স ৭৩, পেরেরা ৪/১০৯)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টির পেটে শেষ সেশন, ৩০৭ রানে পিছিয়ে ভারত

বৃষ্টির পেটে শেষ সেশন, ৩০৭ রানে পিছিয়ে ভারত

উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

বাংলাদেশে আসা তরুণ উইন্ডিজদের উদ্দেশ্যে লয়েডের খোলা চিঠি

বাংলাদেশে আসা তরুণ উইন্ডিজদের উদ্দেশ্যে লয়েডের খোলা চিঠি

বাংলাদেশে সফরে থাকা হেডেন ওয়ালশের শরীরে করোনা শনাক্ত

বাংলাদেশে সফরে থাকা হেডেন ওয়ালশের শরীরে করোনা শনাক্ত