বুমরাহও ছিটকে গেলেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৩ এএম, ১৩ জানুয়ারি ২০২১
বুমরাহও ছিটকে গেলেন

অস্ট্রেলিয়া সফরে থাকা ভারতীয় ক্রিকেটারদের চোটে পড়া সংখ্যা বাড়ছে। দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার পর এবার ছিটকে গেলেন জাসপ্রিত বুমরাহ। স্বাগতিকদের বিপক্ষে সিরিজের শেষ ও চতুর্থ টেস্টে এ দু’জনকেই পাচ্ছে না ভারত।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ফিল্ডিং করার সময় বুমরাহর পেটে টান লেগেছে। সেই জন্য ব্রিসবেন টেস্টে তাকে দলে পাওয়া যাচ্ছে না।

বুমরাহ না থাকায় ভারতীয় দলের পেস অ্যাটাকের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ সিরাজ। যদিও তার টেস্টের অভিজ্ঞতা কম, মাত্র ২ ম্যাচ। তবে তার সঙ্গে থাকছে নবদীপ সাইনি, শার্দূল ঠাকুর এবং টি নটরাজন।

এদিকে সিডনি টেস্টে সোমবার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই হনুমা বিহারীর লড়াই দেখেছে ভারত। ম্যাচ শেষে স্ক্যান করা হলেও এখনও রিপোর্ট জানা যায়নি। তবে যদি গ্রেড ওয়ান টিয়ারও হয় তাহলে তাকেও ২ সপ্তাহের জন্য হারাতে পারে ভারত।

এছাড়া চোটের কারণে চতুর্থ টেস্টেও খেলবেন না অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সিডনিতে প্রথম ইনিংসে ব্যাট করার সময় আঙুলে চোট লেগেছিল তার। যা এখনো পুরোপুরি ভালো হয়নি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটিং বীরত্বে সিডনি টেস্টে ভারতের ড্র

ব্যাটিং বীরত্বে সিডনি টেস্টে ভারতের ড্র

কন্যার বাবা হলেন বিরাট কোহলি

কন্যার বাবা হলেন বিরাট কোহলি

তোপের মুখে পাকিস্তানের কোচ মিসবাহ

তোপের মুখে পাকিস্তানের কোচ মিসবাহ

অণ্ডকোষের ব্যথায় এক সপ্তাহের পর্যবেক্ষণে ইমন

অণ্ডকোষের ব্যথায় এক সপ্তাহের পর্যবেক্ষণে ইমন