করোনাভাইরাস নিয়ে কুইন্সল্যান্ড সরকারের কঠোর স্বাস্থ্যবিধি প্রটোকলে অনিশ্চিয়তার দোলাচলে দুলছে ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। কারণ, ব্রিসবেনে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন মানতে নারাজ ভারতীয় ক্রিকেট দল।
কুইন্সল্যান্ড সরকারের কড়া বার্তা, ব্রিসবেনে গেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে ভারতীয় দল বলছে, কোনভাবেই তারা কোয়ারেন্টাইনে থাকবে না। প্রয়োজনে চতুর্থ টেস্ট না খেলে দেশে ফিরবে। দু’পক্ষের এমন পাল্টা-পাল্টি অবস্থানে ব্রিসবেন টেস্ট নিয়ে জটিলতা আরও বাড়লো।
শুক্রবার (৮ জানুয়ারি) থেকে নতুন করে আরও তিনদিনের লকডাউন জারি করেছে কুইন্সল্যান্ড সরকার। ফলে ব্রিসবেনে চতুর্থ টেস্ট আয়োজন নিয়ে জটিলতা বহুগুনে বেড়ে গেছে। এতে চিন্তায় পড়ে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)।
সে দেশের সংবাদমাধ্যমগুলো একটি সূত্রের বরাত দিয়ে বলছে, তিনদিনের লকডাউনে চিন্তায় পড়ে গেছে সিএ। তিনদিনের লকডাউনের পরিস্থিতিতে কড়া নজর রাখছে সিএ’র কর্মকর্তারা। ইতোমধ্যে কঠোর জৈব-সুরক্ষা বলয়ে আপত্তি জানিয়ে আমাদের চিঠি দেওয়া হয়েছে।
এদিকে হোটেলের একজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তার দেহে করোনাভাইরাসের নতুন লক্ষণ পাওয়া গেছে বলেও সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে।
সিএ’কে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ব্রিসবেনের কড়া স্বাস্থ্যবিধি প্রটোকলের নিয়ম শিথিল করার অনুরোধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে তিনদিনের লকডাউনে পরিস্থিতি অন্য দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]