স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৩৩৮, জাদেজার ৪ উইকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ এএম, ০৯ জানুয়ারি ২০২১
স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৩৩৮, জাদেজার ৪ উইকেট

ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের তৃতীয় ও সিডনি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৩৮ রানে থামলো স্বাগতিকরা। দ্বিতীয় দিন শুক্রবার (৮ জানুয়ারি) জাদেজার বোলিং তোপে ৫০.৪ ওভারে ১৭২ রান তুলতেই গুটিয়ে গেছে ইংল্যান্ড।

বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ৫৫ ওভার খেলা অনুষ্ঠিত হয়। দিন শেষে দুই উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১১৬ রান। লাবুশেন ৬৭ ও স্টিভেন স্মিথ ৩১ রানে অপরাজিত থাকলেও ৬২ পুকোভস্কি এবং ৫ রান করে ডেভিড ওয়ার্নার সাজঘরে ফিরেছিলেন।

দ্বিতীয় দিন স্মিথের সাথে ১০০ রানের পার্টনারশীপ গড়েন লাবুশেন। ৯১ রান করে জাদেজার বলে ক্যাচবন্দি হয়ে লাবুশেন সাজঘরে ফিরলেও স্মিথ তুলে নিয়েছেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে স্বস্তির পুঁজি পেয়েছে অস্ট্রেলিয়া।

স্মিথ আউট হওয়ার পর দলের আর কেউ ব্যাট হাতে হাল ধরতে পারেনি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৩৮ রানে দলের পক্ষে সর্বাধিক ১৩১ রান সংগ্রহ করেন স্মিথ। ২২৬ বলে তার ইনিংসটি সাজানো ছিল ১৬টি বাউন্ডারি দিয়ে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান এসেছে লাবুশেনের ব্যাট থেকে।

ভারতের হয়ে বল হাতে চারটি উইকেট শিকার করছেন জাদেজা। দুটি করে উইকেট নিয়েছেন বুমরাহ ও নবদীপ সাইনি। আর মোহাম্মদ সিরাজ নিয়েছেন একটি উইকেট।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অশ্রুসজল চোখে প্রয়াত বাবাকে স্মরণ সিরাজের

অশ্রুসজল চোখে প্রয়াত বাবাকে স্মরণ সিরাজের

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

একাদশে রোহিত, সাইনির অভিষেক

একাদশে রোহিত, সাইনির অভিষেক

ভারত-অস্ট্রেলিয়ার সামনে এবার এগিয়ে যাওয়ার মিশন

ভারত-অস্ট্রেলিয়ার সামনে এবার এগিয়ে যাওয়ার মিশন