অস্ট্রেলিয়াকে হটিয়ে নিউজিল্যান্ডের ইতিহাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৮ এএম, ০৭ জানুয়ারি ২০২১
অস্ট্রেলিয়াকে হটিয়ে নিউজিল্যান্ডের ইতিহাস

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করলো নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজে সফররত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়াকে হটালো তারা। নিউজিল্যান্ডের বর্তমান রেটিং ১১৮।

পাকিস্তনের বিপক্ষে সিরিজের আগে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া এবং দুইয়ে থাকা নিউজিল্যান্ডের রেটিং ছিল সমান, ১১৬। তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে ছিল তারা। পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ শেষে বুধবার (৬ জানুয়ারি) টেস্ট র‌্যাংকিংয়ে হালনাগাদ করেছে আইসিসি।

করোনাভাইরাস পরবর্তী দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় ২ রেটিং অর্জন করেছে নিউজিল্যান্ড। ফলে অস্ট্রেলিয়ার চেয়ে দুই রেটিং এগিয়ে গেছে কেন উইলিয়ামসনরা।

২০১৬ সালে উইলিয়ামসন যখন নিউজিল্যান্ডের অধিনায়কত্বের দায়িত্ব নেন তখন টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে ছিল নিউজিল্যান্ড। চার বছরে দলকে প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে নিয়ে গেলেন তিনি।

১১৮ রেটিং নিয়ে নিউজিল্যান্ড শীর্ষে উঠায় ১১৬ রেটিং নিয়ে দুইয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া। আর তিন নম্বরে থাকা ভারতের রেটিং ১১৪। যেখানে বাংলাদেশ রয়েছে একেবারে তলানিতে।

মাত্র ৫৫ রেটিং নিয়ে টেস্টে বাংলাদেশের অবস্থান দশ নম্বরে। যেখানে ২০১৮ সালে প্রথম টেস্ট খেলা আফগানিস্তানও বাংলাদেশের উপরে রয়েছে। আফগানিস্তানের র‌্যাটিং ৫৭।

আইসিসির হালনাগাদ টেস্ট র‍্যাঙ্কিং (৬ জানুয়ারি-২০২১)
১। নিউজিল্যান্ড : ১১৮ রেটিং
২। অস্ট্রেলিয়া : ১১৬ রেটিং
৩। ভারত : ১১৪ রেটিং
৪। ইংল্যান্ড : ১০৬ রেটিং
৫। দক্ষিণ আফ্রিকা : ৯৬ রেটিং
৬। শ্রীলঙ্কা : ৮৬ রেটিং
৭। পাকিস্তান : ৮২ রেটিং
৮। ওয়েস্ট ইন্ডিজ : ৭৭ রেটিং
৯। আফগানিস্তান : ৫৭ রেটিং
১০। বাংলাদেশ : ৫৫ রেটিং।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্মিথ-কোহলিকে হটিয়ে শীর্ষে উইলিয়ামসন

স্মিথ-কোহলিকে হটিয়ে শীর্ষে উইলিয়ামসন

জন্মদিনে শাস্তি পেলেন জেমিসন

জন্মদিনে শাস্তি পেলেন জেমিসন

দেশের হয়ে অনন্য রেকর্ডের মালিক টেইলর

দেশের হয়ে অনন্য রেকর্ডের মালিক টেইলর

হোয়াইটওয়াশ থেকে বাঁচলো পাকিস্তান

হোয়াইটওয়াশ থেকে বাঁচলো পাকিস্তান