অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরির পর হেনরি নিকোলস ও ড্যারিয়েল মিচেলের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তানের ২৯৭ রানের বিপরীতে ৬ উইকেটে ৬৫৯ রানে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা।
কেন উইলিয়ামসন ২৩৮, নিকোলস ১৫৭ ও মিচেল অপরাজিত ১০২ রান করেছেন। তৃতীয় উইকেটে ৩৬৯ রানের রেকর্ড জুটি গড়েন উইলিয়ামসন-নিকোলস।
প্রথম ইনিংসে ৩৬২ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৮ রান করে পাকিস্তান। ফলে তৃতীয় দিন শেষে ৩৫৪ রানে পিছিয়ে পাকিস্তান। ইনিংস হার এড়াতে সফরকারীদের আরও ৩৫৪ রান করতে হবে।
দ্বিতীয় দিন (সোমবার) শেষে ৩ উইকেটে ২৮৬ রান করেছিল নিউজিল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে ১১ রানে পিছিয়েছিল কিউইরা। টেস্ট ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি পূর্ণ করে ১১২ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। ৮৯ রানে অপরাজিত ছিলেন নিকোলস।
মঙ্গলবার (৫ জানুয়ারি) তৃতীয় দিনের শুরু থেকেও পাকিস্তানের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেন উইলিয়ামসন ও নিকোলস। মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৪০০ রান তুলে ফেলেন তারা। এর মধ্যে ৩৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তুলে ফেলেন হেনরি।
সেঞ্চুরির পর দেড়শও তুলে নেন হেনরি। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১৫৭ রানে থামেন তিনি। পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসের শিকার হওয়ার আগে ২৯১ বল খেলে ১৮টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। এতে উইলিয়ামসনের সাথে নিকোলসের ৫৫৩ বলে ৩৬৯ রানের জুটির সমাপ্তি ঘটে।
পাকিস্তান-নিউজিল্যান্ড দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে যেকোন উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড জুটি এটি। আর নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের নয়া রেকর্ডও গড়েন উইলিয়ামসন-নিকোলস। যেকোন উইকেটে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি এটি।
নিকোলসের বিদায়ের পরপরই দ্রুত ফিরেন বিজে ওয়াটলিংও। ৭ রান করেন তিনি। ওয়াটলিং না পারলেও অধিনায়কের সাথে ১৩৩ রানে জুটি গড়েন মিচেল। এই জুটিতেই টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল-সেঞ্চুরি পূর্ণ করেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত ২৩৮ রানে আউট হন উইলিয়ামসন।
১৫১তম ওভারের চতুর্থ বলে উইলিয়ামসনকে বিদায় দেন ফাহিম। ৩৬৪ বলে ২৮টি চারে নিজের অধিনায়কোচিত ইনিংস খেলেন উইলিয়ামসন। এর আগে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল-সেঞ্চুরি করেছিলেন উইলিয়ামসন।
উইলিয়ামসন যখন আউট হন তখন ৬১ রানে দাঁড়িয়ে ছিলেন মিচেল। ওয়ানডে স্টাইলে খেলে ৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে ফেলেন মিচেল। ১৫৯তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরির স্বাদ নেন তিনি। এরপরই ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ৬ উইকেটে ৬৫৯ রান করে কিউইরা। পাকিস্তানের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।
১৪৬ বলে ৮টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ১০২ রান করেন মিচেল। ৩০ রানে অপরাজিত ছিলেন কাইল জেমিসন। বল হাতে পাকিস্তানের পক্ষে আফ্রিদি-আব্বাস-ফাহিম ২টি করে উইকেট নেন।
নিউজিল্যান্ড ইনিংস শেষে ১১ ওভার ব্যাট করতে পারে পাকিস্তান। রানের খাতা খোলার আগেই নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির বলে আউট হন শান মাসুদ। আবিদ আলি ৭ ও মোহাম্মদ আব্বাস ১ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২৯৭ ও ৮/১, ১১ ওভার (আবিদ ৭*, আব্বাস ১*, সাউদি ১/১)
নিউজিল্যান্ড : ৬৫৯/৬ডি, ১৫৮.৫ ওভার (উইলিয়ামসন ২৩৮, নিকোলস ১৫৭, মিচেল ১০২*, আব্বাস ২/৯৮)।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]