নিউজিল্যান্ডের আশা হ্যাটট্রিক, পাকিস্তানের সমতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩০ পিএম, ০২ জানুয়ারি ২০২১
নিউজিল্যান্ডের আশা হ্যাটট্রিক, পাকিস্তানের সমতা

সফররত পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ফলে সিরিজ জিতবে দ্বিতীয় ও শেষ ম্যাচে করলেই হবে তাদের। আর সেটি যদি হয় তাহলে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্টিক সিরিজ জয়ের স্বাদ নেবে নিউজিল্যান্ড।

নিজেদের মধ্যে সর্বশেষ দেখা দু’টি টেস্ট সিরিজেই পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এবার সিরিজ জয়ের পাশাপাশি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখার মিশন কিউইদের। তবে সিরিজ হার এড়াতে শেষ ম্যাচে পাকিস্তানও জয়ের বিকল্প ভাবছে না।

২০১৬ সালে দেশের মাটিতে এবং ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ দু’টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে জিতেছে নিউজিল্যান্ড। ২০১৬ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। আর ২০১৮ সালে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে কিউইরা।

হ্যাটট্টিক সিরিজ জয়ের মিশনে শুরুটা ভালোই হয়েছে নিউজিল্যান্ডের। মাউন্ট মঙ্গানুইয়ে বক্সিং ডে টেস্টে ১০১ রানে জয় পায় কেন উইলিয়ামসনের দল। ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন।
প্রথম ইনিংসে ১২৯ ও দ্বিতীয় ইনিংসে ২১ রান করেন উইলিয়ামসন। তাই ম্যাচ সেরাও হন তিনি। তবে ফলো-অনের শঙ্কায় পড়েও পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত লড়াই করেছে পাকিস্তান।

প্রথম ম্যাচ জিতে শুধুমাত্র সিরিজেই এগিয়ে যায়নি নিউজিল্যান্ড। ম্যাচ জয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানও দখলে নেয় কিউইরা। অস্ট্রেলিয়াকে হটিয়ে ১১৭ রেটিং নিয়ে শীর্ষে ওঠে উইলিয়ামসনের দল। ১১৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে এখন অস্ট্রেলিয়া। ১১৫ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছে ভারত।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতলে নিউজিল্যান্ডের রেটিং হবে ১১৮। আর ড্র হলে ১১৭ই থাকবে। তবে হেরে গেলে ১১৩ রেটিং নিয়ে তৃতীয়স্থানে নেমে যাবে নিউজিল্যান্ড। তবে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পরও র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারাতে পারে নিউজিল্যান্ড। যদি ৭ জানুয়ারি সিডনিতে শুরু হওয়া ভারতের বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়া জয় পায়। সে ক্ষেত্রে ১১৯ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠবে অসিরা।

সিরিজ ও র‌্যাংকিংয়ের কথা মাথায় রেখেই ক্রাইস্টচার্চে জিততে চায় নিউজিল্যান্ড। ৩ জানুয়ারি (বাংলাদেশ সময় ২ জানয়িরি ভোর ৪টায়) শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।

স্বাগতিকদের ওপেনার টম লাথাম বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য সিরিজ জয়। এতে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্টিক সিরিজ জয়ের স্বাদ নিতে পারবো। সেই সাথে র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থানও ধরে রাখতে চাই। সিডনি টেস্টে কী হবে, সেই চিন্তা না করে আমাদের জয় নিয়েই ভাবছি।’

তবে সিরিজে পিছিয়ে পড়লেও শেষ ম্যাচ জয়ে ব্যাপারে আশাবাদী পাকিস্তানের ওপেনার আবিদ আলি। তিনি বলেন, ‘আমরা শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না। সমতায় সিরিজ শেষ করার ব্যাপারে আমরা দৃঢ় প্রত্যয়ী। কারণ, প্রথম টেস্টে দল ভালো খেলেছে। টেস্ট ড্র করার ভালো সুযোগ আমরা হাতছাড়া করেছি। তারপরও আমরা আত্মবিশ্বাসী।’

পাকিস্তান দল
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, জাফর গোহার, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি, শান মাসুদ, সোহাইল খান এবং ইয়াসির শাহ।

নিউজিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, টম লাথাম, কাইল জেমিসন, টিম সাউদি, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট ও উইল ইয়াং।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্মিথ-কোহলিকে হটিয়ে শীর্ষে উইলিয়ামসন

স্মিথ-কোহলিকে হটিয়ে শীর্ষে উইলিয়ামসন

উত্তেজনা-রোমাঞ্চকর ম্যাচে নিউজিল্যান্ডের জয়

উত্তেজনা-রোমাঞ্চকর ম্যাচে নিউজিল্যান্ডের জয়

রোহিত সহ-অধিনায়ক, যাদবের পরিবর্তে নাটারাজন

রোহিত সহ-অধিনায়ক, যাদবের পরিবর্তে নাটারাজন

মহামারীর বছরে বাংলাদেশের ক্রিকেট

মহামারীর বছরে বাংলাদেশের ক্রিকেট