সিডনিতে সহসায় যাওয়া হচ্ছে না ভারত-অস্ট্রেলিয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৪ এএম, ০১ জানুয়ারি ২০২১
সিডনিতে সহসায় যাওয়া হচ্ছে না ভারত-অস্ট্রেলিয়ার

সিডনিতে ৭ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। তবে ওই টেস্ট সামনে রেখে খুব শীঘ্রই সিডনির ভেন্যুতে যাওয়া হচ্ছে না দুই দেশের ক্রিকেটারদের। ম্যাচ শুরুর মাত্র ৭২ ঘণ্টা আগে সিডনিতে যাবে দু’দলের খেলোয়াড়রা।

চার ম্যাচ সিরিজের দুই টেস্ট শেষে ১-১ জয়ে সময়তায় রয়েছে ভারত-অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে গোলাপি বলের টেস্টে দ্বিতীয় ইনিংসে লজ্জার রেকর্ড গড়ে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফেরে ভারত।

এদিকে সিডনিতে হঠাৎই করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় তৃতীয় টেস্ট সেখানে হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে শঙ্কা উড়িয়ে সিডনিতেই সিরিজের তৃতীয় টেস্ট হবে বলে নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি।

ম্যাচ অনুষ্ঠিত হলেও সিডনি টেস্টের প্রস্তুতি মেলবোর্নেই সাড়বে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। হকলি বলেন, ‘কুইন্সল্যান্ড সরকারের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। কোনও সমস্যা ছাড়াই তৃতীয় টেস্ট এখানে আয়োজন করতে চাই। সিডনি টেস্টের আগে হাতে সময় আছে। তাই তাড়াহুড়ার কিছুই নেই।’

তিনি আরও বলেন, ‘আপাতত মেলবোর্নেই অনুশীলন করবেন রাহানে ও স্মিথরা। টেস্ট শুরুর ৭২ ঘণ্টা আগে সিডনি পৌঁছাবে দু’দল। সেখানে গিয়ে যাতে করোনায় কোনও ক্রিকেটাররা আক্রান্ত না হন, সে কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্টে মাঠে দর্শক প্রবেশের অনুমতি ছিল। কিন্তু সিডনিতে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে কি-না সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলো ভারত

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলো ভারত

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, ইনিংস ব্যবধানে জয় পেল প্রোটিয়ারা

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, ইনিংস ব্যবধানে জয় পেল প্রোটিয়ারা

জন্মদিনে শাস্তি পেলেন জেমিসন

জন্মদিনে শাস্তি পেলেন জেমিসন

হারের ম্যাচে জরিমানা, পয়েন্টও হারালো অস্ট্রেলিয়া

হারের ম্যাচে জরিমানা, পয়েন্টও হারালো অস্ট্রেলিয়া