অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে রোববার (২৭ ডিসেম্বর) দ্বিতীয় দিন সেঞ্চুরি করেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে। ১০৪ রান তুলে অপরাজিত আছেন তিনি। এ সেঞ্চুরিতে ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে স্পর্শ করলেন রাহানে।
দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরির নজির গড়লেন রাহানে। এর আগে, ১৯৯৯ সালে ভারতের অধিনায়ক হিসেবে একই মাঠে শতরান করেছিলেন টেন্ডুলকার।
সেই সাথে কিংবদন্তি ক্রিকেটার বিনু মানকেড়ের পর ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে মেলবোর্নে দ্বিতীয়বার সেঞ্চুরি করলেন রাহানে। ২০১৪ সালের সফরে একই মাঠে শতরান করেছিলেন রাহানে।
অধিনায়ক হিসেবে টেন্ডুলকার-মোহাম্মদ আজহার উদ্দিন-সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলির পর অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম তুললেন রাহানে। এদের মধ্যে কেবল কোহলিরই দু’টি শতরান আছে।
এছাড়া, টেন্ডুলকারের পর এশিয়ার দেশগুলোর মধ্যে অধিনায়ক হিসেবে মেলবোর্নে সেঞ্চুরি রয়েছে পাকিস্তানের হানিফ মোহাম্মদ এবং মোহাম্মদ ইউসুফের।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]