তিনটি ডাবল-সেঞ্চুরি করেও আইসিসির টেস্ট একাদশে নেই মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৫ এএম, ২৮ ডিসেম্বর ২০২০
তিনটি ডাবল-সেঞ্চুরি করেও আইসিসির টেস্ট একাদশে নেই মুশফিক

ফাইল ফটো

বিশ্ব ক্রিকেটে গত এক দশকে তিন ফরম্যাটের সেরা একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির ঘোষিত ওয়ানডে একাদশে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থাকলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের কারও জায়গা হয়নি। অথচ গত এক দশকে টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতে একাদশের অধিনায়ক ভারতের সাবেক খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি। আর টেস্টের অধিনায়ক মনোনীত হয়েছেন ভারতের বর্তমান নেতা বিরাট কোহলি।

আইসিসির টেস্ট একাদশে সবচেয়ে বেশি খেলোয়াড় সুযোগ পেয়েছে ইংল্যান্ডের। একাদশে থাকা ইংল্যান্ডের চার খেলোয়াড় হলেন- অ্যালিস্টার কুক, বেন স্টোকস, স্টুয়ার্ট ব্রড ও জেমস এন্ডারসন। এছাড়া অস্ট্রেলিয়া ও ভারতের দুইজন করে এবং দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা থেকে একজন করে একাদশে আছেন।

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সাথে আছেন স্টিভেন স্মিথ। ভারতের কোহলির সাথে আছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ড থেকে আছেন কেন উইলিয়ামসন, দক্ষিণ আফ্রিকা থেকে ডেল স্টেইন আর শ্রীলঙ্কা থেকে একাদশের জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

বাংলাদেশের মতো টেস্ট ও টি-টোয়েন্টিতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারের সুযোগ হয়নি। এছাড়াও সুযোগ হয়নি ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং পাকিস্তানের কোনো ক্রিকেটারের।

২০১১ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় দশক সেরা একাদশ গঠন করেছে আইসিসি। আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে এ একাদশ সাজানো নির্বাচিত হয়েছে।

আইসিসির দশক সেরা টেস্ট একাদশ
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা, উইকেটরক্ষক), বেন স্টোকস (ইংল্যান্ড), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), জেমস এন্ডারসন (ইংল্যান্ড) ও স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)।

দশক সেরা টি-টোয়েন্টি একাদশ
রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক, ভারত), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রিত বুমরাহ (ভারত) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

দেশের হয়ে অনন্য রেকর্ডের মালিক টেইলর

দেশের হয়ে অনন্য রেকর্ডের মালিক টেইলর

‘পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করেছে আমির’

‘পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করেছে আমির’

কিংবদন্তি জোন্সকে অভিনব উপায়ে শ্রদ্ধা

কিংবদন্তি জোন্সকে অভিনব উপায়ে শ্রদ্ধা