ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানের অনবদ্য সেঞ্চুরি ও রবীন্দ্র জাদেজা দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং-ডে টেস্টে লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ৮২ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৫ রানের জবাবে ৫ উইকেটে ২৭৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। রাহানে ১০৪ জাদেজা ৪০ রানে অপরাজিত আছেন। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজার সাথে অবিচ্ছিন্ন ১০৪ রান যোগ করে ভারতকে লিড এনে দেন তিনি।
মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে অলআউট করে ব্যাটিংয়ে ফিরে ভারত।জবাবে দিন শেষে ১ উইকেটে ৩৬ রান করে ৯ উইকেট হাতে নিয়ে ১৫৯ রানে পিছিয়েছিল টিম ইন্ডিয়া। অভিষেক টেস্ট খেলতে নামা ওপেনার শুভমান গিল ২৮ রান ও চেতেশ্বর পূজারা ৭ রানে অপরাজিত ছিলেন।
রোববার (২৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শুরু থেকে উইকেট ধরে খেলছিলেন গিল ও পূজারা। তবে দিনের ১১তম ওভারে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকে নিজের উইকেট উপহার দেন দারুণ ছন্দে খেলতে থাকা গিল। ৬৫ বলে ৮টি চারে ৪৫ রান করেন গিল।
দলের স্কোর সচল হওয়ার আগে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের আউটের পর জুটি বেঁধে ৬১ রান যোগ করেন গিল-পূজারা। ৯ বল পর পূজারার বিদায়ও নিশ্চিত করেন কামিন্স। গিলের মতো উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১৭ রানে আউট হন তিনি। ৭০ বল খেলে মাত্র ১টি চার মারেন পূজারা।
৩ রানের ব্যবধানে গিল-পূজারাকে হারিয়ে চাপে পড়ে ভারত। দলকে খেলায় ফেরাতে অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলার ছক কষেন অধিনায়ক রাহানে ও হনুমা বিহারি। দেখেশুনে খেলে উইকেটে সেট হয়ে ধীরলয়ে রান তুলতে থাকেন তারা। এতে দলের স্কোর শতরান টপকে যায়।
তিন অংকে পা দেওয়ার পর ভারত শিবিরে আঘাত হানেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও। ২টি চারে ৬৬ বলে ২১ রান করা বিহারির বিদায় নিশ্চিত করেন লিঁও। রাহানের সাথে দলকে ৫২ রান এনে দেন বিহারি। বিহারির বিদায়ে উইকেটে যান উইকেটরক্ষক ঋসভ পান্থ। ৫২তম ওভারে কামিন্সের উপর চড়াও হন পান্থ। ২টি চারে ওই ওভারে ১২ রান তুলেন তিনি। পরের ওভারে লিঁওকে ১টি চার মেরে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নেন ঋদ্ধিমান সাহার পরিবর্তে খেলতে নামা পান্থ। তার আত্মবিশ্বাসী ব্যাটিং ইঙ্গিত দিচ্ছিল ভালো কিছুর।
তবে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের এক ডেলিভারি সামলাতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন পান্থ। ৩টি চারে ৪০ বলে ২৯ রান করেন তিনি। রাহানের সাথে ৫৭ রান যোগ করেন তিনি। ৫৯তম ওভারের প্রথম বলে দলীয় ১৭৩ রানে আউট হন পান্থ। এরপর ক্রিজে রাহানের সঙ্গী হন জাদেজা। তখন টেস্ট ক্যারিয়ারের ২৩তম হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রাহানে। স্টার্কের করা ৬২তম ওভারের প্রথম বলে চার মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
হাফ-সেঞ্চুরি তুলে দলকে ৫ উইকেটে ১৮৯ রানে রেখে চা-বিরতিতে যান রাহানে। সাথে ছিলেন জাদেজা। বিরতি থেকে ফিরে ৬৬তম ওভারে ভারতকে লিড এনে দেন রাহানে-জাদেজা। লিড নেওয়ার পর দলের রানের চাকা সচল রেখেছিলেন তারা। দু’জনের ব্যাটিং দৃঢ়তায় আড়াইশ রানও পেয়ে যায় ভারত।
দলকে ভালো অবস্থায় নেওয়ার পথে ৮৮তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন রাহানে। কামিন্সকে ব্যাক-ওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন তিনি। রাহানের সেঞ্চুরির ২৩ বল পর দিনের খেলা শেষ হয়। একবার জীবন পাওয়া রাহানে ১০৪ রানে অপরাজিত আছেন। তার ২০০ বলের ইনিংসে ১২টি চার ছিল। রাহানেকে দারুণ সঙ্গ দেয়া জাদেজা অপরাজিত আছেন ৪০ রানে। ১০৪ বল খেলে মাত্র ১টি চার মারেন জাদেজা। অস্ট্রেলিয়ার স্টার্ক-কামিন্স ২টি করে ও লিঁও ১টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ১৯৫, ৭২.৩ ওভার (লাবুশেন ৪৮, হেড ৩৮, বুমরাহ ৪/৫৬)
ভারত প্রথম ইনিংস : ২৭৭/৫, ৯১.৩ ওভার (রাহানে ১০৪*, গিল ৪৫ ও জাদেজা ৪০*, স্টার্ক ২/৬১)।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]