মেলবোর্নে শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও বক্সিং-ডে টেস্টের প্রথম দিন স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে অলআউট করে দিয়েছে সফরকারী ভারত। ইনিংসে বুমরাহ ৫৬ রানে ৪টি, অশ্বিন ৩৫ রানে ৩টি ও সিরাজ ৪০ রানে ২টি উইকেট নিয়েছেন। সতীর্থদের এমন পারফরমেন্সে উচ্ছসিত ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।
স্ত্রী আনুষ্কা শর্মা সন্তানসম্ভবা হওয়ায় চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে গেছেন কোহলি। সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলবেন না তিনি। তবে নিজে না খেললেও দলের খোঁজ খবর রাখছেন কোহলি। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে টুইটও করেছেন তিনি।
দলে না থাকলেও কোহলির মন পড়ে রয়েছে মেলবোর্নে। মেলবোর্ন টেস্টের খেলা দেখতে টিভি সেটের সামনেই ছিলেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছে ভারতের বোলাররা। তাতে বেজায় খুশি কোহালি। টুইট করে কোহলি লিখেন, ‘দুর্দান্ত ছিল প্রথম দিন। বোলাররা দারুণ বোলিং করেছে। শেষটাও খুব ভালো হয়েছে।’
অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে গুটিয়ে দিয়ে প্রথম দিন শেষে ১ উইকেটে ৩৬ রান করেছে ভারত। ফলে ৯ উইকেট হাতে নিয়ে এখনো ১৫৯ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
এর আগে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল কোহলির নেতৃত্বাধীন ভারত। ফলে ওই টেস্টে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]