বক্সিং-ডে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে অলআউট করে দিয়েছে আজিঙ্কা রাহানেরে নেতৃত্বাধীন ভারত। শনিবার (২৬ ডিসেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনদের বোলিং তোপে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
৫৬ রানে ৪ উইকেট শিকার করেছেন বুমরাহ। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন ৩৫ রানে ৩ উইকেট এবং অভিষেক টেস্টে মোহাম্মদ সিরাজ ৪০ রানে নিয়েছেন ২ উইকেট। বাকি উইকেটটি শিকার করেন রবীন্দ্র জাদেজা।
ব্যাট করতে নেমে প্রথম সেশনে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। জো বার্নস (০), ম্যাথু ওয়েড (৩০), স্টিভ স্মিথ (০) সাজঘরে ফিরেন। এরপর মার্নাস লাবুশানে ও ট্রাভিস হেড ব্যাট হাতে দলের হাল ধরেন। তবে দ্বিতীয় সেশনে হেড (৩৮) ও লাবুশানে (৪৮) ফিরে গেলে আরও চাপে পড়ে অস্ট্রেলিয়া।
৫ উইকেট হারিয়ে চায়ের বিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার সংগ্রহে ছিল ১৩৬ রান। তবে তৃতীয় সেশনে ৫৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারায় স্বাগতিকরা।
সিরিজের প্রথম ও একমাত্র দিবা-রাত্রির টেস্টে সফররত ভারতকে ৮ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ওই টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল কোহলিরা। যা ভারতের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড।
ভারত-অস্ট্রেলিয়ার শততম টেস্ট। এরপর আবার বক্সিং ডে টেস্ট। ফলে ম্যাচটিকে ঘিরে রয়েছে উৎসাহ উদ্দীপনা। দুই দলের মুখোমুখিতে ভারত জয় পেয়েছে ২৮ ম্যাচে। আর ৪৩ ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বাকি ম্যাচের মধ্যে ২৭ ড্র এবং একটি টাই রয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]