অস্ট্রেলিয়া ক্রিকেট প্রধান জেমস সাদারল্যান্ড নিজ দলকে প্রতিপক্ষের প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের ঘটনার পর অস্ট্রেলিয়া দলের প্রতি এ আহবান জানান সাদারল্যান্ড।
ডারবান টেস্টের চতুর্থ দিন চা-বিরতির জন্য ড্রেসিং রুমে যাওয়ার সময় দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে বিবাদে লিপ্ত হওয়ার কারণে ডেভিড ওয়ার্নারকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেচট কাউন্সিল (আইসিসি)।
সাদারল্যান্ড বলেন, শাস্তি দেয়াকে তিনি সমর্থন করেছেন এবং ‘কঠিন অবস্থা’ সামলানোর জন্য ম্যাচ রেফারি জেফ ক্রো’কে ধন্যবাদ জানান।
আইসিসির আরচরণ বিধি এবং নিয়ম মেনে খেলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের কাছ থেকে মানসম্মত আচরণ প্রত্যাশা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।’
‘এর মধ্যে রয়েছে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সিএ আশা করছে সবসময় খেলোয়াড়রা এটা মেনে চলবে।’
‘দুঃখজনকভাবে ডারবানে দল এ মান বজায় রাখেনি। অস্ট্রেলিয়া দলকে বুঝতে হবে- ভক্তরা আরো ভালো কিছু প্রত্যাশা করে।’
পোর্ট এলিজাবেথে আজ থেকে দ্বিতীয় টেস্ট শুরু করেছে দল দুটি।
সাদারল্যান্ড আরো বলেন, ‘টেস্ট খেলা অন্য নয় দলের তুলনায় আইসিসি আচরণবিধি ভঙ্গের দায়ে বর্তমান নেতৃত্বে অধীনে অস্ট্রেলিয়া দলের কমসংখ্যক খেলোয়াড় শাস্তি পেয়েছে। সফরের বাকি ম্যাচগুলো সঠিক স্পিরিটে খেলার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা সিরিজটি স্মরণীয় হয়ে থাকবে প্রত্যাশা সিএ’র।’