নিয়মিত অধিনায়ক বাবর আজম, ইমাম-উল-হকের পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন স্পিন অলরাউন্ডার শাদাব খান। ঊরুর চোটে ভুগছেন তিনি। এখন তার এমআরআই স্ক্যান করা হবে। এদিকে প্রথম টেস্টে তার না থাকা নিশ্চিত হয়ে যাওয়ায় বাঁ-হাতি স্পিনার জাফর গোহরকে দলে নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে শাদাবের ইনজুরির খবর নিশ্চিত করেছে। ২০১৫ সালে শারজাহতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয়েছিল জাফরের। এরপর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি তিনি।
২০১৯-২০ মৌসুমে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে দারুণ বোলিং পারফরমেন্স করেছেন গোহার। ৩৮ উইকেট নিয়ে আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি। এছাড়া ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪৪টি উইকেট রয়েছে তার।
২৬ ডিসেম্বর থেকে মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে টেস্ট সিরিজ। ক্রাইস্টচার্চে ২ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
প্রথম টেস্টে পাকিস্তান দল
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, জাফর গোহার, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি, শান মাসুদ, সোহাইল খান এবং ইয়াসির শাহ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]