লজ্জার রেকর্ডে স্তম্ভিত কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৬ এএম, ২০ ডিসেম্বর ২০২০
লজ্জার রেকর্ডে স্তম্ভিত কোহলি

বিশ্বসেরা ব্যাটসম্যানদের ব্যাটিং লাইন-আপে চরম হাতাশা। গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৩৬ রানে অলআউট কোহলিরা। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে আড়াই দিনেই গুটিয়ে যাওয়ায় ভারত ৮ উইকেটে হেরেছে। দলের এমন পারফরমেন্সের পর লজ্জায় মুখ ঢাকারই কথা ভারতীয় ক্রিকেট দলের, সেটিই হয়েছে।

সিরিজের একমাত্র দিবা-রাত্রির টেস্টে দলের এমন পরাজয়ে হতাশায় ডুব দিয়েছেন ভারত অধিনায়ক কোহলি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এভাবে হারের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ৬০ রানের মতো লিড নিয়ে আমরা তৃতীয় দিন ব্যাট করতে নেমেছিলাম, তখনই ধস নামলো।’

কোহলি বলেন, ‘দুই দিন ধরে কঠিন পরিশ্রম করে ম্যাচে নিজেদের ভালো জায়গায় নিয়ে যাওয়ার পর একটা ঘণ্টায় এতো খারাপ গেল যে, সেখান থেকে পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। মাত্র এক ঘণ্টায় এমন জায়গায় নেমে গেলাম, যেখান থেকে জয় পাওয়া আসলে অসম্ভব।’

৬২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন খেলতে নেমেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে দলের স্কোর ছিল ১ উইকেটে ৯ রান। তৃতীয় দিন মাত্র দেড় ঘণ্টা সময় নিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন অস্ট্রেলিয়ার দুই পেসার জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স।

দেড় ঘণ্টায় শেষ হওয়া ইনিংসের মতো ব্যাটিং আগে কখনও দেখেননি কোহলি। বলেন, ‘মনে হয় না, এর আগে আমরা কখনও এতো খারাপ ব্যাট করেছি। আমাদের আরও সতর্ক হওয়া জরুরি ছিল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া যে জায়গায় বল ফেলেছিল, দ্বিতীয় ইনিংসেও একই জায়গায় বল করে গেল। সত্যি কথা বলতে, কয়েকটা ভালো বল হয়েছে ঠিকই, কিন্তু উইকেটে বোলারদের জন্য বড় কোন সুবিধা ছিল না। আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। আমরা ধরেই নিয়েছিলাম রান করা কঠিন। তাতেই অস্ট্রেলিয়ার বোলাররা আত্মবিশ্বাস পেয়ে যায়।’

মেলবোর্নে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ওই টেস্ট থেকে দলের সাথে থাকছেন না নিয়মিত অধিনায়ক কোহলি। প্রথমবারের সন্তানের বাবা হবেন তিনি। তাই দেশে ফিরে যাবেন। তবে কোহলির প্রত্যাশা সিরিজে ঘুড়ে দাঁড়াবে ভারত।

কোহলি বলেন, ‘বক্সিং-ডে টেস্টে ছেলেরা ঘুরে দাঁড়াবে বলেই আমার বিশ্বাস। সিরিজের পরের ম্যাচগুলোতে দল ভালো করবে। প্রথম টেস্ট জিতে দেশে ফিরতে পারলে অবশ্যই ভালো লাগতো।’

৩৬ রানে অলআউট ভারতের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড। ৪৬ বছর আগে ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে অলআউট হয়েছিল ভারত। সেটিও ভারতের দ্বিতীয় ইনিংস ছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন করে লজ্জার রেকর্ড গড়েছে কোহলিরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে লজ্জায় ফেলে অস্ট্রেলিয়ার জয়োল্লাস

ভারতকে লজ্জায় ফেলে অস্ট্রেলিয়ার জয়োল্লাস

গোলাপি বলে দিশেহারা ভারত, ৩৬ রানেই অলআউট

গোলাপি বলে দিশেহারা ভারত, ৩৬ রানেই অলআউট

হেরে যাওয়া ম্যাচে ভারতকে জরিমানা

হেরে যাওয়া ম্যাচে ভারতকে জরিমানা

ভারতীয় কোম্পানির বিরুদ্ধে অস্ট্রেলিয়া ক্রিকেট মাঠে প্রতিবাদ

ভারতীয় কোম্পানির বিরুদ্ধে অস্ট্রেলিয়া ক্রিকেট মাঠে প্রতিবাদ