নিষিদ্ধ হওয়ায় ক্রিকেটে সব ভার্সনের র্যাংকিং থেকে মুছে দেওয়া হয়েছিল সাকিব আল হাসানের নাম। তবে নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার ফিরিয়ে দেওয়া হলো টেস্ট ক্রিকেটের র্যাংকিং। আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাংকিং চতুর্থ স্থানে রয়েছে সাকিব।
সোমবার (৭ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ র্যাংকিং তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে সাকিবের নাম। নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান সিরিজের প্রথম টেস্ট শেষে এ র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।
প্রকাশি টেস্ট র্যাংকিংয়ে ৩৬৬ রেটিং পয়েন্ট নিয়ে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন তালিকার চতুর্থ স্থানে।নিষিদ্ধ হয়ে নাম মুছে ফেলার আগে ৩৯৮ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে ছিলেন তিনি।
র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেন হোল্ডারকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। ৩৯৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের রীন্দ্র জাদেজা।
এছাড়া ৫৭৬ পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের ৩৭তম স্থানে আছেন সাকিব। আর টেস্টের বোলিং তালিকার ২২তম স্থানে আছেন বাঁ-হাতি এ স্পিনার।
নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর সবার আগে ওয়ানডে র্যাংকিং তালিকায় ফিরেন সাকিব। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে পিছনে ফেলে সরাসরি ওয়ানডে অলরাউন্ডার তালিকার শীর্ষে ফেরেন তিনি।
ওয়ানডের পর টি-টোয়েন্টি র্যাংকিং তালিকায় ফিরে পান বাংলাদেশের সেরা এ অলরাউন্ডার। ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে অলরাউন্ডার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]