অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের পর জরিমানার কবলে পড়লেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্ট ডি ককও। ওয়ার্নারের সাথে তর্কা-তর্কি কারণে ডি কককে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ক্রিকেটের প্রধান সংস্থা- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুনানি শেষে এ জরিমানা করে। এর আগে ওয়ার্নারকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
ডারবান টেস্টের চতুর্থ দিনের চা-বিরতিতে যাবার সময় ড্রেসিংরুমের সিড়িতে ওয়ার্নারের সাথে তর্কাতর্কি করেন ডি কক। সিসিটিভি ফুটেজের মাধ্যমে এটি পড়ে ভাইরাল হয়। এমন বিবাদ নিয়ে তদন্তে নামে দু’দেশের ক্রিকেট বোর্ড। বাদ পড়েনি আইসিসিও। তাই ওয়ার্নারকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন ওয়ার্নার।
ডি ককের বিপক্ষেও লেভেল ওয়ান অপরাধও আনা হয়। তাই আইসিসির কাছে শুনানির প্রয়োজন হয় তার। রেফারি জেফ ক্রোর শুনানি শেষে এ বাঁ-হাতি ব্যাটসম্যানকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করে আইসিসি।