বদলে গেল টেস্ট চ্যাম্পিয়নশীপের নিয়ম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৫ এএম, ২১ নভেম্বর ২০২০
বদলে গেল টেস্ট চ্যাম্পিয়নশীপের নিয়ম

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে ভেস্তে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বেশ কিছু সিরিজ। যেগুলো ফাইনালের নির্ধারিত তারিখের আগে আয়োজন করা আর সম্ভব নয়। ফলে নির্ধারিত সময়ে দুই ফাইনালিস্ট বেছে নিতে পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশীপ নির্বাচনের পদ্ধতি।

ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সুপারিশের পর আইসিসির প্রধান নির্বাহী কমিটির সভায় নতুন নিয়ম অনুমোদন দেওয়া হয়েছে। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক নিয়মে টেস্ট চ্যাম্পিয়নশীপে সব দলের ছয়টি করে সিরিজ খেলার কথা ছিল। পয়েন্টের ভিত্তিতে নির্ধারণ করার কথা ছিল দুই ফাইনালিস্ট দল। তবে করোনায় সব ওলটপালট হয়ে গেছে। বাতিল হয়ে গেছে সিরিজের পর সিরিজ। ফলে বিকল্প নিয়মের দিকে ঝুঁকলো আইসিসি।

নতুন নিয়মে এখন পয়েন্টের বদলে পয়েন্টের শতাংশ বা হার হিসাব করে বাছাই করা হবে ফাইনালিস্ট দুই দল। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণকারী দলগুলো যে কয়টি সিরিজ খেলতে পারবে, সেসব সিরিজে পাওয়া পয়েন্টের শতাংশের হিসাবে ঠিক করা হবে দুই ফাইনালিস্ট।

পয়েন্টের হারের দিক থেকে বর্তমানে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন সিরিজ খেলা অসিদের পয়েন্টের হার ৮২.২২ শতাংশ। আর চার সিরিজ খেলে ৭৫.০০ শতাংশ হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। চার সিরিজ খেলে ৬০.৮৩ শতাংশে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। আর এ তালিকায় তলানিতে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ খেললেও বাংলাদেশ এখনো কোন পয়েন্টের দেখা পায়নি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ব্যবস্থায় অসন্তুষ্ট হোল্ডিং

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ব্যবস্থায় অসন্তুষ্ট হোল্ডিং

টেস্টে ভারতের দীর্ঘ রাজত্বের পতন

টেস্টে ভারতের দীর্ঘ রাজত্বের পতন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ, চলবে টানা দুই বছর

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ, চলবে টানা দুই বছর

মুক্ত হয়েই র‌্যাংকিং রাজত্বে ফিরলেন সাকিব

মুক্ত হয়েই র‌্যাংকিং রাজত্বে ফিরলেন সাকিব