এখনো টেস্ট খেলার স্বপ্ন দেখেন উড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ এএম, ০৮ নভেম্বর ২০২০
এখনো টেস্ট খেলার স্বপ্ন দেখেন উড

কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও এখনো টেস্ট খেলার স্বপ্ন দেখেন ইংল্যান্ড পেসার মার্ক উড। ২০১৫ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত দেশের হয়ে মাত্র ১৬টি টেস্ট খেলেছেন উড। ইনজুরি তার ক্যারিয়ারকে বাধাগ্রস্থ করেছে। গোড়ালির ইনজুরিতে পড়ায় তাকে তিনবার অস্ত্রোপচার করতে হয়েছে।

ওয়ানডে ক্রিকেটে স্পেশালিস্ট হিসেবে বিবেচিত হন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী পেসার উড। ওয়ানডেতে প্রতি ইনিংসে ১০কিংবা টি-টোয়েন্টিতে চার ওভারের বোলিং তার তার জন্য কোন সমস্যা নয়। জেমস এন্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও জোফরা আর্চার ও ক্রিস ওকসের সাথে প্রতিযোগিতা করেই এ বছর দেশের মাটিতে ছয়টি টেস্ট খেলার সুযোগ পান ডারহামের এ পেসার।

সম্প্রতি উড বলেন, ‘আমি এখনো ইংল্যান্ডের হয়ে খেলতে পছন্দ করি। বেড়ে উঠার পর থেকে আমি সবসময় ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাটে খেলতে চেয়েছিলাম এবং আমি এখনও ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন পূরণের চেষ্টা করছি এবং আশা করি এ বছর আমি কয়েককটি ম্যাচ খেলতে পারলে তিন ফরম্যাটেই আমার যোগ্যতা প্রমাণ করতে পারবো।’
sportsmail24
চলতি মাসের (নভেম্বর) শেষে দক্ষিণ আফ্রিকার সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য নির্বাচিত হয়েছেন উড। জোফরা আর্চারের সাথে জুটি বেঁধে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং এনরিখ নর্টির বিপক্ষে লড়াইয়ে আশা করছেন। অন্য তিন পেসারও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন। তবে উড এ বছরের আসরে খেলেননি।

তিনি বলেন, ‘আশা করি যারা আইপিএলে খেলেছে তাদের সাথে তাল মিলিয়ে খেলতে পরাবো। আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকার দুই পেসারের সাথে আমার ও আর্চারের লড়াইটা বেশ জাকজমকপূর্ণ হবে। আমরা দু’জন কিভাবে অপরের বিপক্ষে লড়াইয়ে অবতীর্ণ হবো সেটির অপেক্ষায় আছি।’

নতুন বছরে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের। বিদেশের মাটিতে সর্বশেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০০ রানে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি।

করোনার কারণে ইসিবি ও এলভির জেনারেল ইনসুরেন্সের ১ মিলিয়ন ডলার তহবিলের উদ্বোধনী অনুষ্ঠানে উড বলেন, ‘আশা করি, আমি যখন সুযোগ পাবো, তা কাজে লাগাতে পারবো। এর আগে আমি নিজের ওপর অনেক বেশি চাপ দিয়েছিলাম, যখন আমি পাঁচ উইকেট নিয়েছিলাম। এবার আমি কিছুটা পরিপক্ক, কিছুটা বুদ্ধিমান এবং আমি আমার লক্ষ্য এবং দলে সুযোগের জন্য নিজের ওপর খুব বেশি চাপ দেব না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্বদেশি লুক রঞ্চিকে ব্যাটিং কোচ বানালো নিউজিল্যান্ড

স্বদেশি লুক রঞ্চিকে ব্যাটিং কোচ বানালো নিউজিল্যান্ড

দেশে ফিরে ভালোবাসার প্রতিদান দেওয়ার আশ্বাস দিলেন সাকিব

দেশে ফিরে ভালোবাসার প্রতিদান দেওয়ার আশ্বাস দিলেন সাকিব

স্যামুয়েলসের অবসর তথ্য গোপন করেছিল বোর্ড

স্যামুয়েলসের অবসর তথ্য গোপন করেছিল বোর্ড

সাকিবের ফিটনেস নিয়ে ভীত নন সালাহউদ্দিন

সাকিবের ফিটনেস নিয়ে ভীত নন সালাহউদ্দিন