তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিসিবিতে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় শ্রীলঙ্কা সফরটি নিয়ে বেশ আশায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে করোনা পরিস্থিতিতে দেশটির কোয়ারেন্টাইন ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের সফর করা সম্ভব নয়।
এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সিরিজ পরবর্তীতে পুনরায় নতুন করে আয়োজনের বিসয়ে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাজমুল হাসান পাপন বলেন, শ্রীলঙ্কা বাংলাদেশের দেওয়া সব প্রস্তাবেই রাজি হচ্ছে। তবে একটা শর্ত তারা মানতে চাচ্ছে না। সেটা হলো- কোয়ারেন্টাইন শিথিলের শর্ত। শ্রীলঙ্কার নিয়ম অনুযায়ী, যেকোন ব্যক্তিকে সফরে গিয়ে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। হোটেল থেকে বের হওয়া যাবে না। এ পরিস্থিতিতে তাই শ্রীলঙ্কা সফর হচ্ছে না।
চলতি সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। এরপর প্রায় একমাস পর ২৪ অক্টোবর শুরু করার কথা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের সিরিজ। তবে শ্রীলঙ্কার শর্ত মেনে সফরে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।
দীর্ঘ দুই মাস আলোচনায় থাকা এ সিরিজটি আপাতত স্থগিত হলেও পরে মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। পাপন জানান, নতুন সূচি ঠিক করতে বিসিবি থেকে ইতোমধ্যে লঙ্কান ক্রিকেট বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]