শ্রীলঙ্কার ‘হুমকি’তে বিচলিত নন মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২০
শ্রীলঙ্কার ‘হুমকি’তে বিচলিত নন মমিনুল

টেস্ট সিরিজে পেস আক্রমণ দিয়ে বাংলাদেশকে ঘায়েল করার হুমকি দিয়েছে রেখেছে স্বাগতিক শ্রীলঙ্কা ক্রিকেট দল। তবেই সেই হুমকিতে বিচলিত নন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক। বরং লঙ্কা সফরে বাংলাদেশ দলের ভালো করার ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক।

মমিনুল বলেন, নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে পাওয়া সাফল্য শ্রীলঙ্কা সফরেও পেতে চান এবং আগুন দিয়ে আগুনের মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ফরম্যাটে শ্রীলঙ্কার সাফল্য চোখে পড়ার মতো। ২০ টেস্টে মুখোমুখি হয়ে ১৬টিতেই জিতেছে লঙ্কানরা। ২০১৭ সালের সফরে শ্রীলংকার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) মমিনুল বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্যের ব্যাপারে আমরা আশাবাদী। আমাদের ব্যাটিং ও বোলিং বেশ শক্তিশালী এবং দু’বিভাগেই আমরা ভালো করার ব্যাপারে আশাবাদী। টেস্টে আমাদের ফলাফল খুব বেশি ভালো নয়। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে আমরা ভালো করেছি, যা আমাদের শ্রীলঙ্কায়ও অব্যাহত রাখতে আত্মবিশ্বাস যোগাচ্ছে।’

নিজ মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে স্পিনের পরিবর্তে পেস শক্তি দিয়ে বাংলাদেশকে ঘায়েল করার হুমকি দিয়ে রেখেছেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক ও দলীয় ম্যানেজার অজান্থা ডি মেল। নিজেদের কন্ডিশনে টেস্ট ম্যাচ জিততে সর্বদা স্পিনের উপর নির্ভর করে আসছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষের স্পিন বোলিং গভীরতা ও সত্যিকার পেসের বিপক্ষে তাদের ব্যাটসম্যানদের দুর্বলতা বিবেচনায় মেল ধারণা করছেন বাংলাদেশের বিপক্ষে গতির উপর নির্ভর করে নিজেদের কন্ডিশনে স্পিনের কৌশলে এখনই পরিবর্তন করার সময়। অবশ্য লঙ্কান দলে ৩৮ বছর বয়সী স্পিনার দিলরুয়ান পেরেরারও থাকতে পারেন।

সম্প্রতি সানডে আইসল্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে মেল বলেন, ‘আমরা পেস দিয়ে তাদের হারাতে চাই। স্পিন দিয়ে নয়। বাংলাদেশের স্পিন অ্যাটাক দুর্দান্ত। তবে আমাদের ভালো মানের পেস অ্যাটাক রয়েছে। তাই আমাদের পেস শক্তিতে নির্ভর করা উচিত। আমরা স্কোয়াডে পাঁচজন পেসার রাখতে পারি, কোচরা এমনটাই ভাবছেন।’

তবে শ্রীলঙ্কা কি বলছে বা কি পরিকল্পনা করছে, তা নিয়ে মোটেও ভাবতে চান না মমিনুল। নিজ দলের খেলোয়াড়দের উপর বিশ্বাস রাখতে চান মমিনুল। তিনি জানান, টেস্ট সিরিজে ভালো করতে দল মরিয়া। মমিনুল বলেন, ‘শ্রীলঙ্কা সফরে আমরা ভালো পারফরম্যান্স করতে পারি, দলের সকলেই এটা বিশ্বাস করে। সবারই আত্মবিশ্বাস রয়েছে। অধিনায়ক হিসেবে আমি নিশ্চিত যে, শ্রীলঙ্কা থেকে আমরা ভালো ফল নিয়ে আসবো।’

তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কা যা বলছে তা আমার মাথা ব্যথার বিষয় নয়। তারা অবশ্যই তাদের পরিকল্পনা করবে কিন্তু আমাদের সেরা খেলাটা নিশ্চিত করতে হবে। নিজেদের সেরাটা দিতে পারলে আমাদের ভাল সুযোগ রয়েছে।’

সিরিজের সূচি এখনো ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আশা করছে বাংলাদেশ। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ক্যান্ডিতে ২৪ অক্টোবর থেকে শুরু হতে পারে। তবে পাল্লেকেলেতে দু’টি টেস্ট খেলার পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। কারণ সেখানকার পিচ পেসারদের সহায়তা করে থাকে। আর শেষ টেস্টটি হতে পারে কলম্বোতে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মিরপুরে বুধবার থেকে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা

মিরপুরে বুধবার থেকে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা

দেখে নিন আইপিএল-২০২০ এর সূচি

দেখে নিন আইপিএল-২০২০ এর সূচি

আইপিএলের সূচি প্রকাশ

আইপিএলের সূচি প্রকাশ

ক্রিকেট বলে স্যানিটাইজার, নিষিদ্ধ অস্ট্রেলিয়ার পেসার

ক্রিকেট বলে স্যানিটাইজার, নিষিদ্ধ অস্ট্রেলিয়ার পেসার