শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্য দিয়ে করোনা পরবর্তি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। এখনো সূচি নির্ধারণ না হলেও ধারণা করা হচ্ছে ২৪ অক্টোবর শুরু হতে পারে সিরিজটি।
টেস্ট সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ব্যক্তিগত অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ঢাকায় আসলে পুরোদমে শুরু হবে অনুশীলন। সেই সাথে কিছু দিনের মধ্যে দলও ঘোষণা করবে দেশের ক্রিকেট বোর্ড।
এদিকে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কা ২৩ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছে বলে দেশটির তসংবাদ মাধ্যমে জানানো হয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সানডে টাইমস এবং আইল্যান্ড ক্রিকেট এ তথ্য নিশ্চিত করেছে।
ঘোষিত ওই ২৩ সদস্যের দলে ৬টি নতুন মুখ রয়েছে। তারা হলেন- লাহিরু উদারা, দুবিন্দু তিলকারত্নে, সন্তোষ গুনাতিলকা, মিনোদ ভানুকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস। সম্প্রতি ঘরোয়া প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের ফল হিসেবে প্রথমবারের মতো তাদের দলে ডাকা হয়েছে।
সংবাদ মাধ্যম দুটি শুধু শ্রীলঙ্কার ২৩ সদস্যের দলের তথ্য দিয়েছে তা নয়, একই সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজের সম্ভাব্য সূচিও প্রকাশ করেছে। বলা হয়, ক্যান্ডিতে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২৩-২৭ অক্টোবর। এর আগে কলম্বোতে তিনদিনের তিনটি প্রস্তুত ম্যাচ অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার প্রাথমিক দল
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, নিরোশান ডিকবেলা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সান্দাকান, লাসিথ এমবুলদেনিয়া, মিনোদ বানুকা, লাহিরু থিরিমান্নে, সন্তেুাষ গুনাতিলকা, দুবিন্দু তিলকারত্নে, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিতা ও আসিতা ফার্নান্দো।
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের সম্ভাব্য সূচি
৪-৬ অক্টোবর : তিনদিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো
১০-১২ অক্টোবর : তিনদিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো
১৭-১৯ অক্টোবর : তিনদিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো।
২৩-২৭ অক্টোবর : প্রথম টেস্ট, ক্যান্ডি
৩১ অক্টোবর-৪ নভেম্বর : দ্বিতীয় টেস্ট, ক্যান্ডি
৮-১২ নভেম্বর : তৃতীয় টেস্ট, কলম্বো।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]