অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ খেলতে নামছে আফগানিস্তান ক্রিকেট দল। পূর্ব সূচি অনুযায়ী ২১ নভেম্বর শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টটি এখন শুরু হবে ৭ জিসেম্বর (সোমবার)।
এদিকে পূর্ব সূচি অনুযায়ী সিরিজের একমাত্র টেস্টটি দিবা-রাত্রির হওয়ার কথা ছিল। তবে ম্যাচটি গোলাপি বলের পরিবর্তে লাল বলে আয়োজনের অনুরোধ জানিয়েছে আফগানিস্তান। উভয় বোর্ড এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
পুরনো সূচি অনুযায়ী ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা অস্ট্রেলিয়া-ভারত চার ম্যাচের টেস্ট সিরিজ। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের নতুন সূচি অনুযায়ী ভারত-অস্ট্রেলিয়ার সূচিতেও আসবে পরিবর্তন।
দিবা-রাত্রির টেস্ট খেলতে প্রস্তুত নয় বলে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী নাজিম জার আব্দুলরহিমজাই। দিবা-রাত্রির টেস্টে পরিবর্তে সাধারণ টেস্ট ম্যাচ খেলতে চান তারা।
আব্দুলরহিমজাই বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আমরা ডিসেম্বরে খেলতে যাচ্ছি। আমরা তাদের অনুরোধ করেছি, দিবা-রাত্রির টেস্টের বদলে সাধারণ টেস্ট ম্যাচ খেলতে। কারণ, আগে কখনো দিবা-রাত্রির টেস্ট খেলিনি।’
তিনি আরও বলেছেন, ‘অস্ট্রেলিয়া সফরের আগে আমরা আরব আমিরাতে ক্যাম্প করবো এবং একমাত্র টেস্টের আগে সেখানে আমরা অনুশীলন ম্যাচ খেলার প্রত্যাশা করছি।’
অস্ট্রেলিয়ার সফরের আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে আফগানিস্তান।
এফটিপি ট্যুর সূচি অনুযায়ী, টেস্টটি চলতি বছরের ২১ নভেম্বর হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের পরিস্থিতির কারণে সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে দু’দেশের ক্রিকেট বোর্ড।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]