মাঠে আসলেন, দেখলেন, মারলেন আর জয় করলেন। ব্যাপারটা যেন এমনই। দল যখন ৬০ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে তখনই ব্যাট হাতে ত্রাতা হয়ে আসলেন ইংলিশ কাউন্টি ক্লাব গ্ল্যামরগনের দক্ষিণ আফ্রিকান পেসার মার্শান্ট ডি ল্যাঙ্গে। তার মূল কাজটা বোলিং হলেও দশে নেমে ব্যাট হাতে ৬২ বলে ক্লাব ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়ে দলকে বাঁচিয়েছেন তিনি।
চলতি বব উইলিস ট্রফিতে নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে ম্যাচের চতুর্থ দিনে জ্যাক হোয়াইট ও মুজারবানির বোলিং তোপে ধুঁকছিল গ্ল্যামরগন। দলীয় ৬০ রানেই ৮ উইকেট হারিয়ে বসে গ্ল্যামরগন। গ্ল্যামরগন যখন ১০০ রানের নিচে অলআউট হয়ে টেস্ট পরাজয়ের খুব কাছে দাঁড়িয়ে, তখনই গ্ল্যামরগনের জন্য ত্রাতা হয়ে আসলেন ল্যাঙ্গে।
দশম ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুম ধারাক্কা পেটাতে থাকেন তিনি। তাতে করে মাত্র ৬২ বলেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। যা কি-না ক্লাব ইতিহাসে সবচেয়ে দ্রুততম। ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কায় থাকা গ্ল্যামরগন শেষ পর্যন্ত থামে ২৬১ রানে। সাতে নামা ড্যানিয়েল ডাউথওয়েটকে নিয়ে নবম উইকেটে ডি ল্যাঙ্গে গড়েন ১১৮ বলে ১৬৮ রানের জুটি।
কেরিগানের বলে সাজঘরে ফেরার আগে ৯ ছক্কা ও ৬ চারে ৭৮ বলে করেছেন ১১৩ রান। এছাড়া সাতে নামা ড্যানিয়েল ডাউথওয়েট করেছেন ৯২ বলে ৮৬ রান। এর আগে ২০১৮ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে লেস্টারশায়ারের বিপক্ষে শেষ ইনিংসে ২৫১ রান তাড়া করতে সেমে ১০৭ রানে ৭ উইকেট হারিয়েছিল গ্ল্যামরগন। এরপর নয় নম্বরে নেমে ৮ ছক্কায় ৪৫ বলে ৯০ রান করেছিলেন ডি ল্যাঙ্গে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]