সাউথ্যাম্পটনে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে জ্যাক ক্রাওলি ও জস বাটলারের ব্যাটে রান পাহাড় গড়েছে স্বাগতিক ইংল্যান্ড। ক্রাওলির ২৬৭ ও বাটলারের ১৫২ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ৫৮৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা।
প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩৩২ রান তুলেছিল ইংল্যান্ড। ক্রাওলি অপরাজিত ছিলেন ১৭১ ও বাটলার অপরাজিত ছিলেন ৮৭ রান নিয়ে। ক্রাওলি ১৭১ ও বাটলার ৮৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। প্রথম দিনের মতো সকাল থেকেই ব্যাট হাতে ছড়ি ঘুরাতে থাকে এই দুই ব্যাটসম্যান। সকালের শুরতেই ১৮৯ বলে সেঞ্চুরি তুলে নেন জস বাটলার।
বাটলারের সেঞ্চুরির পর ১৮৬ রানে অপরাজিত থেকে মধ্য বিরতিতে যান ক্রাওলি। মধ্য বিরতি থেকে ফিরে ডাবল সেঞ্চুরি তুলে নেন ক্রাওলি। ৩৩১ বলে তুলে নেন ডাবল সেঞ্চুরি। পরের ৪১ বলে তুলে নিয়েছেন ফিফটি। পাকিস্তানের মূল বোলাররা যখন দলকে উইকেট এনে দিতে ব্যর্থ তখন পার্ট টাইম বোলার হিসেবে আসাদ শফিকের হাতে বল তুলে দেন অধিনায়ক আজহার আলী।
আজহার আলীর আস্থার প্রতিদান দিতে ভুল করেননি আসাদ। ২৬৭ রান করা ক্রাওলিকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান আসাদ। ক্রাওলির বিদায়ে ভাঙে বাটলার-ক্রাওলির ৩৫৯ রানের অনবদ্য জুটি। ক্রাওলির বিদায়ের পর দীর্ঘস্থায়ী হতে পারেননি বাটলার। তবে ১৫০ রান পূর্ণ করতে ভুল করেননি বাটলার। ১৫২ রান করে ফাওয়াদ আলমের শিকার হন তিনি।
বাটলার-ক্রাওলি বিদায় নেওয়ার পরও পাকিস্তানের বোলারদের উপর ছড়ি ঘুরাতে থাকেন ক্রিস ওকস। আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৫৪ বলে করেছেন ৪০ রান। ১৫ রান করে ব্রড আউট হলেও ২৭ রান করে অপরাজিত ছিলেন ডম বেস। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ব্রড আউট হওয়ার পর ৫৮৩ রানে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন ইয়ািসির শাহ, ফাওয়াদ আলম ও শাহিন শাহ আফ্রিদি।
স্কোরকার্ড
ইংল্যান্ড ৫৮৩/৮ ডিক্লে (১৫৪.৪ ওভার) ক্রাওলি ২৬৭, বাটলার ১৫২, ওকস ৪০, ফাওয়াদ ২/৪৬, শাহিন শাহ ২/১২১ ইয়াসির ২/১৭৩
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]