সাউথ্যাম্পটনে বাটলার-ক্রাওলির ব্যাটে ইংল্যান্ডের রাজত্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৩ এএম, ২৩ আগস্ট ২০২০
সাউথ্যাম্পটনে বাটলার-ক্রাওলির ব্যাটে ইংল্যান্ডের রাজত্ব

সাউথ্যাম্পটনে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের শুরুর দিনে জ্যাক ক্রাওলি ও জস বাটলারের ব্যাটে রাজত্ব করেছে স্বাগতিক ইংল্যান্ড। ক্রাওলির অপরাজিত ১৭১ ও বাটলারের অপরাজিত ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে ৩৩২ রান তুলেছে ইংলিশরা।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জো রুটের দল। ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে ৬ রান করা ররি বার্নসকে সাজঘরে ফেরান শাহিন শাহ আফ্রিদি। এরপর থিতু হতে পারেননি ডমিনিক সিবলিও। তবে ২২ রান করে আউট হওয়ার আগে জ্যাক ক্রাওলির সাথে ৬২ রানের জুটি গড়েছিলেন তিনি।

সিবলির বিদায়ের পর অধিনায়ক জো রুটকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। রুট দ্রুত রান তুললেও বড় জুটি গড়তে পারেননি। ২৯ রান করে রুট বিদায় নিলে ভাঙে রুট-ক্রাওলির ৪১ রানের জুটি। এরপর মাত্র ৩ রান করে সাজঘরে ফিরেন ওলি পোপও।

তার পরের গল্পটা শুধু ক্রাওলি আর বাটলারের। ১৭১ বলে সেঞ্চুরি তুলে নেওয়া ক্রাওলি ১৫০ পূর্ণ করেন ২২৩ বলে। দিন শেষে অপরাজিত আছেন ১৭১ রানে। এদিকে ৮৫ বলে ফিফটি তুলে নেওয়া বাটলার অপরাজিত আছেন ৮৭ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ইয়াসির শাহ।

স্কোরকার্ড
ইংল্যান্ড ৩৩২/৪ (৯০ ওভার) ক্রাওলি ১৭১*, বাটলার ৮৭*, ইয়াসির ২/১০৭

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তৃতীয় ধাপের করোনা পরীক্ষায় নেগেটিভ টাইগার যুবারা

তৃতীয় ধাপের করোনা পরীক্ষায় নেগেটিভ টাইগার যুবারা

অবসরের আগেই আফগান বোর্ডের দায়িত্বে মোহাম্মদ নবী

অবসরের আগেই আফগান বোর্ডের দায়িত্বে মোহাম্মদ নবী

সাসেক্স ছেড়ে দেশে যাচ্ছেন কোচ জেসন গিলেস্পি

সাসেক্স ছেড়ে দেশে যাচ্ছেন কোচ জেসন গিলেস্পি

শ্রীলঙ্কা গিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ

শ্রীলঙ্কা গিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ