শ্রীলঙ্কা গিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৫ এএম, ২১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কা গিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ

ফাইল ফটো

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। তিন টেস্ট খেলতে সেপ্টেম্বরের শেষদিকে কলম্বোর বিমানে ওঠার কথা মুমিনুলদের। দীর্ঘদিন খেলার বাহিরে থাকায় শ্রীলঙ্কাতে গিয়ে প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ জাতীয় দলের সফর সঙ্গী হিসেবে শ্রীলঙ্কা যাবে হাই-পারফরম্যান্স (এইচপি) দল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে এইচপি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম-মুশফিকরা। ওই তিন-চারটি প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।

এর আগে ২০-২২ জনের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে তা নামিয়ে আনা হবে ১৫ জনের স্কোয়াডে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরে অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, ‘সবশেষ ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলেছিলাম আমরা। অনেকদিন খেলা নেই। অনুশীলনের মধ্যেও নেই। তারপরও অভিজ্ঞতাকে আমরা গুরুত্ব দিচ্ছি। শ্রীলঙ্কায় গিয়ে বেশ কয়েকটা অনুশীলন ম্যাচ আছে। সবকিছু মিলিয়ে ওখানে গিয়েই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করব। প্রাথমিক দল শ্রীলঙ্কায় যাবে।’

তিনি আরও বলেন, ‘ওখানকার ট্রেনিং সেশন খুব গুরুত্বপূর্ণ। কেননা পাঁচ মাস সবার জন্যই দীর্ঘ বিরতি গেছে। কে কতটা তাড়াতাড়ি রিকভারি করে মানসিকভাবে কতটুকু মানিয়ে নিতে পারছে, সব দেখা হবে। ২০-২২ জনের মতো খেলোয়াড় নিয়ে যাচ্ছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা দল তৈরি করব। তারপর শ্রীলঙ্কায় গিয়ে ১৫ জন ঠিক করব। ৩৮ জনের পুল আছে, সবাইকেই কোভিড টেস্ট করানো হবে। ব্যাকআপ হিসেবে তৈরি রাখবো। সাথে সাথে ২৪ জনের এইচপি স্কোয়াড ওখানে যাবে। যাকে যখনই দরকার হবে, যেন যোগান দেয়া যায়।’

এর আগে ১৮ সেপ্টেম্বর খেলোয়াড়দের বাসায় গিয়ে করোনার নমুনা সংগ্রহ করা হবে। যারা নেগেটিভ হবেন, তাদেরকে নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দলগত অনুশীলন। সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে শ্রীলঙ্কার বিমানে উঠবে মুমিনুল-মুশফিকরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কিমো পলের আগুন ঝড়া বোলিংয়ের পর হেটমায়ারের ব্যাটিং তাণ্ডব

কিমো পলের আগুন ঝড়া বোলিংয়ের পর হেটমায়ারের ব্যাটিং তাণ্ডব

ইংল্যান্ডের কোচিং স্টাফে পাকিস্তানি পেসার

ইংল্যান্ডের কোচিং স্টাফে পাকিস্তানি পেসার

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই রুটের

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই রুটের

দ্বিতীয় ধাপের পরীক্ষায় যুবাদের মাঝে করোনা শনাক্ত

দ্বিতীয় ধাপের পরীক্ষায় যুবাদের মাঝে করোনা শনাক্ত