ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বল হাতে দাপট দেখিয়েছে স্বাগতিক ইংল্যান্ডের বোলাররাও। তবে ব্যাট হাতে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেছেন মোহাম্মদ রিজওয়ান। তার ব্যাটেই লড়াইয়ের সঙ্গে এগিয়ে যাচ্ছে পাকিস্তান।
সাউদাম্পটনে শুক্রবার (১৪ আগস্ট) ৯ উইকেট হারিয়ে ২২৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছে সফররত পাকিস্তান। বৃষ্টির কারণে দুইদিনে মাত্র ৮৬ ওভার ব্যাট করতে করেছে তারা। যার মধ্যে ৬০ রান নিয়ে উইকেটে টিকে রয়েছেন রিজওয়ান। আর তার সঙ্গে ১০ নম্বর ব্যাটম্যান হিসেবে ১ রানে অপরাজিত আছেন নাসিম শাহ।
দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার ৫ উইকেট হারিয়ে ১২৬ রান নিয়ে প্রথম দিন শেষ করে পাকিস্তান। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে বল মাঠে গড়াতে পারেনি।
নির্ধারিত সময়ের অনেক পর খেলা শুরু হলেও পাকিস্তানি ব্যাটসম্যানদের চেপে ধরেন ইংলিশ বোলাররা। তবে বাবর আজম ও রিজওয়ান টিকে থেকে বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন স্বাগতিক বোলারদের।লাঞ্চের পর সে জুটিও ভেঙে যায়। ব্রডের দারুণ এক ডেলিভারিতে ৪৭ রানে সাজঘরে ফেরেন বাবর। ভেঙে যায় তাদের ৩৮ রানের জুটি।
এরপর অ্যান্ডারসনের বলে ব্যক্তিগত ৫ রানে সাজঘরে ফেরেন ইয়াসির শাহ এবং রানের খাতা খোলার আগেই রানআউটে কাটা পড়েন শাহিন শাহ আফ্রিদি। আব্বাসকেও বেশিক্ষণ টিকতে দেননি ব্রড। ২০ বল মোকাবেলা করে মাত্র ২ রানে ফিরে যান তিনি।
বৃষ্টির বাধা এবং একে একে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। তবে উইকেট পতনের ঝড়ের মাছেও লড়াই চালিয়ে গেছেন রিজওয়ান। সাত নম্বরে ব্যাট হাতে মাঠে নেমে ১১৬ বল ৬০ রানে অপরাজিত রয়েছেন তিনি। তার এ ইনিংসের মাঝে ৫টি চারের মার রয়েছে।
বৃষ্টির বাধার মধ্যেও ৯ উইকেট হারিয়ে ২২৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান। ব্যাট হাতে রিজওয়ানের সাথে ১ রান নিয়ে অপরাজিত রয়েছেন নাসিম শাহ।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস : ৮৬ ওভারে ২২৩/৯ (বাবর ৪৭, রিজওয়ান ৬০*, ইয়াসির ৫; অ্যান্ডারসন ২৪-৫-৪৮-৩, ব্রড ২৫-৭-৫৬-৩, কারান ১৮-৩-৪৪-১, ওকস ১৯-৩-৫৫-১)।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]