পিছিয়ে পড়েও জস বাটলার ও ক্রিস ওকসের বীরত্বে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিক ইংল্যান্ড। যেখানে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বেশ কিছুদিন ধরে ক্যারিয়ার নিয়ে শঙ্কায় থাকা বাটলার। বাটলার জানিয়েছেন, এই ম্যাচে রান করতে না পারলে সম্ভবত এটিই তার ক্যারিয়ারের শেষ ইনিংস।
১০০ রানের নিচে চার উইকেট হারিয়ে হারের শঙ্কায় যখন স্বাগতিকরা ধুঁকছে তখনই ব্যাট হাতে নামেন বাটলার। নিজের ক্যারিয়ারের শেষ ভেবে মাঠে নেমেছিলেন তিনি। তবে শেষ সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। ওকসের সাথে ১৩৯ রানের জুটিতে দলকে জয় এনে দেন বাটলার। বাটলার ৭৫ রান করে আউট হলেও ৮৪ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন ওকস।
বাটলার যখন ব্যাটিংয়ে নামেন তখন ম্যাচ জয়ের খুব কাছাকাছি ছিল পাকিস্তান। কারণ বাটলার নামার পর পোপকে হারিয়ে ৫ উইকেটে ১১৭ রান নিয়ে ধুঁকছিল ইংলিশরা। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে বাটলার জানান, তিনি জানতেন এবার রান করতে না পারলে এটি তার ক্যারিয়ারের শেষ ইনিংস।
তিনি বলেন, ‘অবশ্যই এই ভাবনা এসেছে যে এবার রান করতে না পারলে সম্ভবত এটিই আমার শেষ ম্যাচ। এসব ব্যাপার মাথায় ছিল। তবে মাঠে সেই ভাবনাগুলো চাপা দিয়ে খেলায় মনোযোগ দিতে হয় এবং পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। আমি সন্তুষ্ট যে সেটি করতে পেরেছি।’
ব্যাট হাতে যেমন বেশ কিছুদিন ধরে নিষ্প্রভ ছিলেন তেমনি উইকেট কিপিংয়েও ছিলেন। যার প্রমাণ মিলেছে পাকিস্তানের প্রথম ইনিংসে। প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে ১৫৬ রান করা শান মাসুদকে দুইবার জীবন দিয়েছেন তিনি। একার স্ট্যাম্পিং মিস করেছেন আর একবার ক্যাচ ছেড়েছেন। তিনি মনে করেন, এমন পর্যায়ে এমন ভুল করা যাবে না। কিপিংয়ে আরও উন্নতি করতে হবে।
তিন বলেন, ‘ওই সুযোগগুলো আমি নিতে পারলে আরও ২ ঘণ্টা আগে আমরা জিততাম। আমি খুব ভালো করেই জানি যে, আমি ভালো কিপিং করিনি। কিছু সুযোগ হাতছাড়া করেছি, এই পর্যায়ে যা করার সুযোগ নেই, তা ব্যাটিংয়ে যত রানই করি না কেন। আমি জানি আমাকে আরও ভালো করতে হবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]