শঙ্কা কাটিয়ে চারদিনেই পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৯ আগস্ট ২০২০
শঙ্কা কাটিয়ে চারদিনেই পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নানা নাটকীয়তা দেখালো স্বাগতিক ইংল্যান্ড ও সফররত পাকিস্তান। প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়া পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে গুড়িয়ে দিলেও জয় নিয়ে শঙ্ক তৈরি হয়েছিল ইংল্যান্ডে। তবে সব শঙ্কা দূর করে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৩২৬ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ২২৯ রানে গুটিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। তবে ৯৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি সফরকারীরা। ১৬৯ রানে পাকিস্তান অল-আউট হলে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রান।

চতুর্থ দিনের নিজের দ্বিতীয় ইনিংসে ২৭৭ রানের টার্গেট নিয়ে ইংল্যান্ডের জয় পাওয়ায় শঙ্কা তৈরি হয়েছিল।ব্যাটিং চ্যালেঞ্জিং উইকেটে রান তাড়ায় হারাতে বসেছিল ইংল্যান্ড। তবে জস বাটলারের ৭৫ রানের সঙ্গে শতরানের জুটিতে ক্রিস ওকস দেখালেন পথ। লড়াকু ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত একদিন হাতে রেখেই দারুণ জয় উপহার দেন।

ম্যানচেস্টার টেস্টে পাকিস্তানের বিপক্ষে চারদিনেই ৩ উইকেটে জয় তুলে নেয় জো রুটের দল। এ জয়ে তিন ম্যাচ সিরিজের ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

স্কোরকার্ড

পাকিস্তান প্রথম ইনিংস : ৩২৬/১০ (ওভার ১০৯.৩) শান মাসুদ ১৫৬, বাবর ৬৯, শাদাব ৪৫, স্টুয়ার্ট ব্রড ৩/৫৪, জোফরা আর্চার ৩/৫৯

ইংল্যান্ড প্রথম ইনিংস : ২১৯/১০ (ওভার ৭০.৩) ওলি পোপ ৬২, জস বাটলার ৩৮, স্টুয়ার্ট ব্রড ২৯*, ইয়াসির শাহ ৪/৬৬, শাদাব খান ২/১৩, মোহাম্মদ আব্বাস ২/৩৩

পাকিস্তান দ্বিতীয় ইনিংস : ১৬৯/১০ (ওভার ৪৬.৪) ইয়াসির শাহ ৩৩, আসাদ শফিক ২৯, মোহাম্মদ রিজওয়ান ২৭, স্টুয়ার্ট ব্রড ৩/৩৭, ক্রিস ওকস ২/১১, বেন স্টোকস ২/১১

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : ২৭৭/৭ (ওভার ৮২.১) ক্রিস ওকস ৮৪*, জস বাটলার ৭৫, জো রুট ৪২, ইয়াসির শাহ ৪/৯৯

ফলাফল : ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী।
সিরিজ : ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট দলে রবিনসন

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট দলে রবিনসন

ইংল্যান্ড নয়, দেশেই অনুশীলন করবেন সাকিব

ইংল্যান্ড নয়, দেশেই অনুশীলন করবেন সাকিব

অবসরের আগে ইংল্যান্ড ও ভারতের মাটিতে সিরিজ জিততে চান স্মিথ

অবসরের আগে ইংল্যান্ড ও ভারতের মাটিতে সিরিজ জিততে চান স্মিথ

২০২২ সালের আগে ইংল্যান্ডের সফর চায় পিসিবি

২০২২ সালের আগে ইংল্যান্ডের সফর চায় পিসিবি