ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট দলে রবিনসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ এএম, ০৯ আগস্ট ২০২০
ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট দলে রবিনসন

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট চলছে ম্যানচেস্টারে। প্রথম টেস্ট শেষ হওয়ার আগে দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন পেসার ওলি রবিনসন। শনিবার (৮ আগস্ট) এ ঘোষণা দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বব উইলস ট্রফিতে ক্যান্টবুরিতে কেন্টের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলা এই পেসারকে ইতোমধ্যে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছেন রবিনসন। হ্যাম্পশায়ারের রোজ বোলের হেডকোয়ার্টারে জৈব-সুরক্ষা পরিবেশের মধ্যে থাকা টেস্ট দলের সাথে আগামী সোমবার যোগ দিবেন রবিনসন।

জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দলে ছিলেন রবিনসন। ওই সিরিজের পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জিতে নেয় ইংলিশরা। কাউন্টিতে হ্যাম্পশায়ারের বিপক্ষে প্রথম রাউন্ডের দুই ইনিংসে ৬৫ রানে ৮ উইকেট শিকার করেন ২৬ বছর বয়সী ডান’হাতি পেসার রবিনসন।

ওল্ড ট্রাফোর্ডে চলছে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টেস্ট জয়ের জন্য ইংল্যান্ডকে ২৭৭ রানের জয়ের লক্ষ্য ছুড়ে দিয়েছে সফরকারী পাকিস্তান। চলছে ম্যাচের চতুর্থ দিন। সর্বশেষ পাঁচ টেস্ট সিরিজের প্রথম টেস্টেই হারের স্বাদ নিয়েছিল ইংল্যান্ড। এবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিততে পারলে, সেই লজ্জার বৃত্ত থেকে বের হতে পারবে ইংলিশরা।

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড:
জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জোস বাটলার, জাক ক্রাওলি, স্যাম কুরান, ওলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস, ওলি রবিনসন ও মার্ক উড।
রিজার্ভ তালিকা: জেমস ব্র্যাসি, বেন ফোকস, জ্যাক লিচ ও ড্যান লরেন্স।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২২ সালের আগে ইংল্যান্ডের সফর চায় পিসিবি

২০২২ সালের আগে ইংল্যান্ডের সফর চায় পিসিবি

ভারত সফরে আসছে না ইংল্যান্ড

ভারত সফরে আসছে না ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ : ২০২১ ধরে রাখলো ভারত, অস্ট্রেলিয়া ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপ : ২০২১ ধরে রাখলো ভারত, অস্ট্রেলিয়া ২০২২

২৪ বছরের রেকর্ড ভাঙলেন শান মাসুদ

২৪ বছরের রেকর্ড ভাঙলেন শান মাসুদ