জমে উঠেছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় ইনিংসে সফররত পাকিস্তানকে ১৬৯ রানে অল-আউট করেও চিন্তিত স্বাগতিক ইংল্যান্ড। কারণ, প্রথম ইনিংসে ১০৭ রানে পিছিয়ে থাকায় স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৭৭ রান।
শনিবার (৮ আগসট) সিরিজের প্রথম ম্যাচে চতুর্থ দিন সকালে শুরুটা বেশ ভালোভাবে করেন পাকিস্তানের ইয়াসির শাহ। তৃতীয় দিন শেষে ৮ উইকেট হারানো পাকিস্তান অলআউট হওয়ার আগে ব্যাট হাতে ৩২ রান যোগ করেন এ লেগস্পিনার।
ইংল্যান্ডের সামনে ২৭৭ রান মামুলি লক্ষ্য মনে হলেও ইতিহাস বলছে পাকিস্তানের বিপক্ষে কাজটা সহজ নয়। পাকিস্তানের বিপক্ষে ২০০ বা তার বেশি রান তাড়া করে শেষবার জিতেছে ভারত, তাও ২০০৭ সালে দিল্লি টেস্টে।
অন্যদিকে চলতি শতাব্দীতে পাকিস্তানের বিপক্ষে ২৫০ এর বেশি রান তাড়া করে জিততে পারেনি কোনো দলই। মাত্র পাঁচবার পাকিস্তানের বিপক্ষে আড়াইশর বেশি রান তারা করে জেতার ঘটনা রয়েছে।
অবশ্য ম্যাচের ভেন্যু ওল্ড ট্রাফোর্ডে এর আগেও বড় রান তাড়া করে জয় পেয়েছে ইংল্যান্ড। ২০০৮ সালে নিউজিল্যান্ডের ২৯৪ রানের বড় লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। ফলে ম্যাচ জয়ের স্বপ্ন যে একেবারে দূরে তাও নয় ইংলিশদের সামনে। এছাড়া হাতে রয়েছে প্রায় দেড়দিনের মতো সময়।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ৩২৬
ইংল্যান্ড ১ম ইনিংস : ২১৯
পাকিস্তান ২য় ইনিংস: ১৬৯
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]