সিরিজের শেষ ও তৃতীয় টেস্টে প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অলি পোপ ও জশ বাটলারের ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ২৫৮ সংগ্রহ করেছে ইংলিশরা।
শুক্রবার (২৪ জুলাই) প্রথম দিন আলোকসল্পতার কারণে ৪.২ ওভার বাকি থাকতেই দিনের খেলা বন্ধ রাখা হয়। ৮৫.৪ ওভার ব্যাট করে ৪ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। পোপ ৯১ ও বাটলার ৫৬ রানে অপরাজিত রয়েছেন।
সিরিজ নির্ধারণী এ টেস্ট ম্যাচে টস জিতে বোলিং নিয়ে জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করে। ম্যাচের প্রথম ওভারেই উইকেট পায় তারা।
এরপর ১২২ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে জোরালো ধাক্কা দেন ক্যারিবিয়ানরা। তবে প্রথমে রোরি বার্নস ও পরে পোপ এবং বাটলারের প্রতিরোধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ওপেনার বার্নস ৫৭ রান করে সাজঘরে ফিরেছেন।
পঞ্চম উইকেটের জুটিতে পোপ-বাটলার ইতোমধ্যেই ১৩৬ রান যোগ করেছেন। পোপ ১১টি চারের সাহায্যে ১৪২ বলে নিজের এ ইনিংস সাজিয়েছেন। অন্যদিকে বাটলারের ১২০ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা রয়েছে।
ক্যারিবীয়দের পক্ষে ২ উইকেট নিয়ে প্রথম দিনের সফল বোলার কেমার রোচ। রোস্টন চেজ নিয়েছেন ১ উইকেট।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ জয়ে সিরিজে সমতা বিরাজ করছে। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ও দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড ১১৩ রানে জয় পেয়েছে। দু’টেস্ট শেষে সিরিজে সমতা বিরাজ করায় শেষ টেস্ট দাঁড়িয়েছে অঘোষিত ফাইনালে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]