বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসে এলোমেলো হয়ে গেছে ক্রিকেট সূচি। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপও স্থগিত হওয়ায় এখন দ্বিপাক্ষিক সিরিজগুলোর দিকে নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্থগিত সিরিজগুলোর সূচি পুনর্নির্ধারণের চেষ্টা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে শ্রীলঙ্কার সাথে আলোচনা শুরু করেছে বিসিবি।
করোনাভাইরাসের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও বেশ কয়েকটি দ্বি-পাক্ষিক সিরিজ স্থগিত হয়। যার শুরুটা হয় পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ দিয়ে। ওই সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচটিও স্থগিত হয়। এরপর একে একে স্থগিত হয় আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজগুলো।
দেশের করোনা পরিস্থিতি অনুকূলে না আসায় দেশের মাটিতে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের চেয়ে বিদেশের মাটিতে সফর করতে বেশি আগ্রহী বাংলাদেশ। ইতোমধ্যে শ্রীলঙ্কার সাথে স্থগিত হওয়া সিরিজের সূচি পুননির্ধারণের জন্য আলোচনা শুরু করেছে বিসিবি। মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘এখন চ্যালেঞ্জ হলো কীভাবে ক্রিকেটে ফিরে আসা যায় এবং আমাদের যে আন্তর্জাতিক সিরিজগুলো স্থগিত করা হয়েছে তা কীভাবে পুনরায় নির্ধারণ করা যায়। যেহেতু আমাদের দেশের পরিস্থিতি অনুকূলে নয়, তাই আমরা দেশের বাইরে স্থগিত করা সিরিজগুলো পুনরায় নির্ধারণ করতে পারি কি-না তা দেখছি।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা দেখছি যে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব শ্রীলঙ্কা সফরটি চূড়ান্ত করতে পারি এবং যদি এটি চূড়ান্ত করা যায়, তবে আমাদের এই মুহূর্তে ক্রিকেট খেলার সুযোগ রয়েছে। যদি আয়ারল্যান্ডের আবহাওয়াসহ সমস্ত কিছু অনুকূলে আসে তবে আমরা আয়ারল্যান্ডেও যেতে পারি। এটি এমন কিছু যা নিয়ে আমরা কাজ করতে পারি।’
এদিকে ঘরোয়া মৌসুম শুরুর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সিসিডিএম। এ ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঘরোয়া ক্রিকেটকে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করছি, ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগ এবং তারপরে সম্ভব হলে বিপিএল শুরু করবো।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]