ভারতে জয়ের স্বাদ চান চান্ডিমাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১১ নভেম্বর ২০১৭
ভারতে জয়ের স্বাদ চান চান্ডিমাল

ভারতের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ নিতে চান শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমাল। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতের মাটিতে পা দিয়েই এমন কথা বলেছেন চান্ডিমাল।

তিনি বলেন, ‘ক্রিকেট ইতিহাসে ভারতের মাটিতে আমরা কখনোই টেস্ট জিততে পারিনি। এবার সেই বন্ধ্যাত্ব ঘোচাতে চাই। ভারতের মাটিতে প্রথমবারের মত টেস্ট জিততে চাই।’

১৯৮২ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে নামে শ্রীলঙ্কা। এরপর সাতটি সিরিজ ভারতের মাটিতে খেলে ফেলেছে লঙ্কানরা। সাতটি সিরিজে মোট ১৭টি ম্যাচের কোনটিতেই জয় পায়নি তারা। ১০টি হারের সাথে ৭টি ম্যাচে ড্র করে শ্রীলঙ্কা।

ভারতের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জয়ের জন্য মুখিয়ে আছে শ্রীলঙ্কা। সেই লক্ষ্য নিয়েই ভারতের মাটিতে পা রাখলো লঙ্কানরা। কলকাতার বিমানবন্দরে পা রেখে শ্রীলঙ্কার অধিনায়ক চান্ডিমাল বলেন, ‘আমরা ভারতের মাটিতে কখনোই জিততে পারিনি। তাই এখানে জিততে পারাটা আমাদের স্বপ্ন। আমার এখানে প্রথম জয়ের স্বাদ নিতেই এসেছি। গেল ৩৫ বছর যা হয়নি, তা এবার করতে চাই। সিরিজে ভালো খেলার জন্য আমরা মুখিয়ে আছি।’

বর্তমানে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত। ২০১৫ সালের আগস্ট থেকে দেশ-বিদেশ মিলিয়ে টানা আটটি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতে সেটি ৯-এ উন্নতি করার মিশন বিরাট কোহলির দলের। তবে ভারতের এমন বড় অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে চান চান্ডিমাল।

বলেন, ‘আসলে এখানে টেস্ট দলের সদস্য হিসেবে ভারতে এটা আমার প্রথম সফর। দলে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও রঙ্গনা হেরাথের মতো অভিজ্ঞ খেলোয়াড় দলে আছেন। এই সফর আমার ও দলের জন্য বড় চ্যালেঞ্জের। আমরা অনুশীলনে অনেক পরিশ্রম করেছি। বিশেষভাবে এখানে আসার আগে, দেশের মাটিতে আমরা অনেক অনুশীলন করেছি। এ ছাড়া দলে অনেক নতুন ও তরুণ খেলোয়াড় রয়েছে। অভিজ্ঞ ও তরুণদের মিশ্রনে আমাদের দলটি এখন বেশ ব্যালেন্সড। ভারতের বিপক্ষে ভালো পারফরমেন্স করার দারুণ সুযোগ রয়েছে তাদের সামনে। আমি নিশ্চিত, সবাই সবার সেরাটা দিতে পারলে ভারতকে হারানো কঠিন কিছু নয়।’

সর্বশেষ টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কার। ওই অভিজ্ঞতাকে কাজে লাগানোর ইঙ্গিত দিলেন চান্ডিমাল, ‘আমরা সবাই জানি, ভারত এখন বিশ্বের সেরা দল। আমরাও বর্তমানে ভালো ফর্মে আছি। পাকিস্তানের বিপক্ষে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি এবং দাপটের সাথে সিরিজ জিতেছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে দলের সবাই মুখিয়ে আছে।’

আগামী ১৬ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিক ভারতের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া



শেয়ার করুন :


আরও পড়ুন

হাথুরের পদত্যাগ : নিশ্চিত করলেন পাপন

হাথুরের পদত্যাগ : নিশ্চিত করলেন পাপন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৭ বছর

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৭ বছর

বিপিএল সম্প্রচার করবে পাকিস্তান

বিপিএল সম্প্রচার করবে পাকিস্তান

বিপিএলে বিদেশি ব্যাটসম্যানদের দাপট

বিপিএলে বিদেশি ব্যাটসম্যানদের দাপট