তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফররত ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজেভাবে হেরে গেলেও দ্বিতীয় ম্যাটে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচের প্রথম ইনিংসে ৪৬৯ রানের (ডিক্লেয়ার) স্কোর গড়ার পর বল হাতের ক্যারিবিয়ানদের ২৮৭ রানের অলআউট করে দিয়েছে ইংলিশরা।
বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিন (শনিবার) খেলতে না পারায় চতুর্থ দিন (রোববার) ব্যাট হাতে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে আগের করা ৩২ রানের সঙ্গে ২৫৫ রান যোগ করতেই অলআউট হয়ে গেছে ক্যারিবীয়রা।
ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেছেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। এছাড়া ৬৮ রান করেন সামারাহ ব্রুকস এবং তৃতীয় সর্বোচ্চ ৫১ রান করেছেন রোস্টন চেজ। এছাড়া মাঠে নেমে শূন্য রাতে সাজঘরে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের ৩ ব্যাটসম্যান।
অন্যদিকে ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন স্টুয়ার্ড ব্রড ও ক্রিস ওকস। এছাড়া স্যাম কারান তুলে নিয়েছেন দুটি উইকেট।
এদিকে প্রথম ইনিংসে ৪৬৯ রান (৯ উইকেট) নিয়ে ইনিংস ঘোষণা করা ইংল্যান্ড ১৮২ রানের লিড পেলেও আবারও ব্যাট হাতে মাঠে নেমেছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]