সাকিবের পর রোস্টন চেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ এএম, ১৯ জুলাই ২০২০
সাকিবের পর রোস্টন চেজ

ছবি : গেটি ইমেজ

ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৪৪ ওভারে ১৭২ রানে ৫ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রোস্টন চেজ। চেজের ৫ উইকেট শিকারে ৯ উইকেটে ৪৬৯ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড।

২০১০ সালের পর সফরকারী কোন দলের স্পিনার ইংল্যান্ডের মাটিতে ৫ উইকেট শিকার করলেন। সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান।

ইংল্যান্ড বিপক্ষে ২০১০ সালে ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। ওই ইনিংসে সাকিব ইংল্যান্ডের কেভিন পিটারসেন, ইয়ান বেল, ম্যাট প্রিয়র, আজমল শাহজাদ ও স্টিভেন ফিনের উইকেট শিকার করেছিলেন।

২০০০ সালের পর সাকিব-চেজ ছাড়া আর মাত্র ৩ জন স্পিনার ইংল্যান্ডের মাটিতে টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। তারা হলেন- অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন, ইংল্যান্ডেরই গ্রায়েম সোয়ান ও ভারতের হরভজন সিং।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিসিআইকে ৪৮০০ কোটি রুপি জরিমানা

বিসিসিআইকে ৪৮০০ কোটি রুপি জরিমানা

আজহারের স্ত্রীর জন্য দর্শককে মারতে গিয়েছিলেন ইনজামাম

আজহারের স্ত্রীর জন্য দর্শককে মারতে গিয়েছিলেন ইনজামাম

আর্চারের ভুল, বড় অঙ্কের ক্ষতি থেকে বাঁচলো ইংল্যান্ড

আর্চারের ভুল, বড় অঙ্কের ক্ষতি থেকে বাঁচলো ইংল্যান্ড

ইংল্যান্ডের প্রটোকলে খুশি নন হোল্ডিং

ইংল্যান্ডের প্রটোকলে খুশি নন হোল্ডিং