ডার্বিশায়ারে নাসিম-আব্বাসদের দাপট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৯ জুলাই ২০২০
ডার্বিশায়ারে নাসিম-আব্বাসদের দাপট

করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে নিজেদের মাঝে বিভক্ত হয়ে চারদিনের আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। যেখানে প্রথম দিনে বল হাতে দাপট দেখিয়েছ দুই পেসার নাসিম শাহ ও মোহাম্মদ আব্বাস।

সাদা দল ও সবুজ দলে বিভক্ত হয়ে চারদিনের আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলছে বাবর-আজহাররা। যেখানে সাদা দলের অধিনায়কের দায়িত্বে আছেন বাবর আজম ও সবুজ দলের দায়িত্বে আজহার আলী। ম্যাচের প্রথম দিনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাদা দলের অধিনায়ক বাবর আজম।

টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন সাদা দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমাম উল হক ও শান মাসুদ। উদ্বোধনী জুটিতে ৯২ রান তোলেন তারা দু'জন। ৪ বাউন্ডারির সাহায্যে ৪২ রান করেন শান মাসুদ আর ৫ বাউন্ডারির সাহায্যে ৪১ রান করেন ইমাম উল হক।

তাদের দুজনের বিদায়ের পর খেই হারিয়ে ফেলে বাবরের সাদা দল। দিনের শেষভাগে দলের হয়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান। হায়দার আলীর ৩৫ বলে ২১ রান ও রিজওয়ানের অপরাজিত ৪১ রানের সুবাদে দিন শেষে ৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩১ তোলে সাদা দল।

সবুজ দলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন তরুণ পেসার নাসিম শাহ ও মোহাম্মদ আব্বাস। এছাড়া দুটি উইকেট নিয়েছেন স্পিনার ইয়াসির শাহ।

স্কোরকার্ড
সাদা দল : ২৩১/৮ (ওভার ৯০) শান মাসুদ ৪২, মোহাম্মদ রিজওয়ান ৪১*, ইমাম উল হক ৪১, আব্বাস ৩/৩৪, নাসিম ৩/৪৫, ইয়াসির শাহ ২/৪০

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

এখনও ভারতের হয়ে টেস্টে রান করতে পারব : গাঙ্গুলি

এখনও ভারতের হয়ে টেস্টে রান করতে পারব : গাঙ্গুলি

আর্চারের ভুল, বড় অঙ্কের ক্ষতি থেকে বাঁচলো ইংল্যান্ড

আর্চারের ভুল, বড় অঙ্কের ক্ষতি থেকে বাঁচলো ইংল্যান্ড

ইংল্যান্ডের প্রটোকলে খুশি নন হোল্ডিং

ইংল্যান্ডের প্রটোকলে খুশি নন হোল্ডিং

অস্ট্রেলিয়াকে সাবধান করলেন গম্ভীর

অস্ট্রেলিয়াকে সাবধান করলেন গম্ভীর