তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সফররত ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের সামনে দাাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। করোনা পরবর্তী ঐতিহাসিক ওই ম্যাচে ৪ উইকেটে হেরে গেছে স্বাগতিকরা। তবে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বড় সংগ্রহের ভিত গড়েছে তারা।
ম্যানচেস্টারে টস জিতে জেসন হোল্ডার প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ায় প্রথম ম্যাচে নেয় এবার ব্যাট হাতে মাঠে নামে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২০৭ রান। টানা দ্বিতীয় ফিফটি পাওয়া সিবলি ৮৬ ও স্টোকস ৫৯ রানে ব্যাট অপরাজিত রয়েছেন। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০.৪ ওভার ব্যাট করে ১২৬ রানের জুটি গড়েছেন তারা।
প্রথম টেস্টের ন্যায় দ্বিতীয় টেস্টেও শুরুতে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। দেরি খেলা শুরু করায় দিনের খেলা ৮ ওভার কমিয়ে আনা হয়। প্রথম দিনে খেলা অনুষ্ঠিত হয় ৮২ ওভার। ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের চার পেসারকে ভালোভাবেই সামলে নেন স্বাগতিকদের দুই ওপেনার ররি বার্নস ও সিবলি।
তবে লাঞ্চের আগের ওভারে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে ব্যক্তিগত ১৫ রানে বিদায় নেন বার্নস। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। দ্বিতীয় সেশনের প্রথম বলেই আবারও সাফল্য পায় উইন্ডিজ।
প্রথম টেস্টে ফিফটি করা জ্যাক ক্রলি এবার মারেন গোল্ডেন ডাক। অফ স্পিনার চেইসকে ফ্লিক করতে গিয়ে লেগ স্লিপে ধরা পড়েন ইংল্যান্যের এ ডানহাতি ব্যাটসম্যান। এরপর জো রুটের সঙ্গে সিবলির পঞ্চাশ ছোঁয়া জুটিতে এগিয়ে যায় স্বাগতিকরা।
পরপর ২ উইকেটের ধাক্কা সামলিয়ে দলকে এগিয়ে নিলেও বেশি দূর যেতে পারেননি স্বাগতিকদের অধিনায়ক জো রুট। আলজারি জোসেফের আউট-সুইঙ্গারে ড্রাইভ করতে গিয়ে স্লিপে হোল্ডারের হাতে ধরা পড়েন রুট।
দলীয় ৮১ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড। ৩১.২ ওভারে রুট আউট হলে সিবলির সাথে তার ৫২ রানের জুটি ভাঙে। প্রথম ম্যাচে না খেলা রুট দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২৩ রানে।
৩ উইকেট হারোনার পর দিনের বাকি ৫০.৪ ওভারে আর কোন উইকেট হারায়নি স্বাগতিকরা। মোট ৮২ ওভারে ২.৫২ রেটে রান তোলে ২০৭ রানে প্রথম দিন শেষ করে ইংল্যান্ড। ওপেনার সিবলি এবং বেন স্টোকসের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে রয়েছে স্বাগতিকরা। সিবলি ৮৬ এবং বেন স্টোকস ৫৯ রানে অপরাজিত রয়েছেন।
সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বোলিং তোপে মাত্র ২০৪ রানেই শেষ হয়ে গিয়েছিল স্বাগতিক ইংল্যান্ডের ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ৩১৩ রানে আটকে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]