তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস হেরে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে বোলিং করে জয় তুলে নিয়েছে সফররত ওয়েস্ট উন্ডিজ। দ্বিতীয় টেস্টেও টস জিতে প্রথম ম্যাচে ন্যায় প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ন অধিনায়ক জেসন হোল্ডার।
সিরিজের প্রথম টেস্টের একাদশ নিয়েই মাঠে নেমেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ একাদশে পরিবর্তন না আনলেও একাদশে চার পরিবর্তন এনেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
জো ডেনলির পরিবর্তে একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক জো রুট। এছাড়া জেমস অ্যান্ডারসন ও মার্ক উডের পরিবর্তে একাদশে ফিরেছেন ক্রিস ওকস ও স্যাম কুরান। আর বায়ো সিকিউর প্রোটোকল ভাঙায় বাদ পড়েছেন জোফরা আর্চার। আর্চারের পরিবর্তে দলে ফিরেছেন প্রথম টেস্টের দলে জায়গা না পেয়ে হতাশা প্রকাশ করা পেসার স্টুয়ার্ট ব্রড।
এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে জার্মেইন ব্ল্যাকউডের ৯৫ রানের অনবদ্য ইনিংস ও দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়া পেসার শ্যানন গ্যাব্রিয়েলের নৈপুণ্যে ৪ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে যায় সফরকারীরা।
ইংল্যান্ড একাদশ
ররি বার্নস, ডম সিবলি, জ্যাক ক্রিওলি, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ওলি পোপ, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, স্যাম কুরান, ডমিনিক বেস ও স্টুয়ার্ট ব্রড।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
জন ক্যাম্পবেল, ক্রেইগ ব্র্যাথওয়েট, শাই হোপ, জার্মেইন ব্ল্যাকউড, শামারাহ ব্রুকস, রোস্টন চেজ, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জেসন হোল্ডার (অধিনায়ক), আলজারি জোসেফ, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]