ঋণ নিয়ে ইংল্যান্ড যাওয়া উইন্ডিজ এখন বোনাস দেবে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৬ জুলাই ২০২০
ঋণ নিয়ে ইংল্যান্ড যাওয়া উইন্ডিজ এখন বোনাস দেবে

ছবি : গেটি ইমেজ

প্রাণঘাতি করোনা পরবর্তী মাঠে ফেরা ঐতিহাসিক ম্যাচে জয় দিয়ে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। এবার তাদের সামনে সিরিজ জয়ের লক্ষ্য।

দ্বিতীয় বা তৃতীয় টেস্টে জয় পেলেই সিরিজ নিজেদের করে নেবে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেই বড় অঙ্কের বোনাস পাবে ক্যারিবীয়রা। বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।

সিরিজ জিতলে পুরো দল ২৫ লাখ (বাংলাদেশি মুদ্রায়) টাকা পাবে ওয়েস্ট ইন্ডিজ। যা একেকজন খেলোয়াড়ের ভাগে পড়বে সর্বোচ্চ ২ লাখ টাকা। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এমনিতে ম্যাচ জিতলে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বোনাস দেয় না। সেই প্রথা ভেঙে এবার বড় অঙ্কের বোনাস দেওয়া ঘোষণা দিয়েছে তারা।

এছাড়া ইংল্যান্ডে দল পাঠানোর আগে ইসিবির কাছে ২৪ লাখ পাউন্ড ধার নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এ অবস্থায় ক্রিকেটারদের বড় অঙ্কের বোনাস দেওয়াটাও বোর্ডের জন্য অনেক বড় ব্যাপার।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের এ বোনাস ইংল্যান্ডের খেলোয়াড়দের সামনে কিছুই না। টেস্ট জিতলেই ম্যাচ ফি হিসেবে ইংল্যান্ডের খেলোয়াড়রা পাবেন ৭ লাখ টাকা। আর সিরিজ জিতলে পাবেন ২০ লাখ টাকা করে। যা ক্যারিবীয়দের তুলনায় সাড়ে তিনগুণ বেশি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লারার লেগেছিল ৪৭ ম্যাচ, হোল্ডারের ৩৩

লারার লেগেছিল ৪৭ ম্যাচ, হোল্ডারের ৩৩

সাউদাম্পটন টেস্টের উল্লেখযোগ্য পাঁচটি বিষয়

সাউদাম্পটন টেস্টের উল্লেখযোগ্য পাঁচটি বিষয়

প্রশংসার জোয়ারে ভাসছে ওয়েস্ট ইন্ডিজ

প্রশংসার জোয়ারে ভাসছে ওয়েস্ট ইন্ডিজ

ঐতিহাসিক টেস্টে  ইংল্যান্ডকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ঐতিহাসিক টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ