প্রাণঘাতি করোনার কারণে ১১৬ দিন পর ৮ জুলাই (বুধবার) মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটনে দীর্ঘদিন পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে ক্রিকেট ফিরলেও টেস্ট ক্রিকেট তার সৌন্দর্য ধরে রেখেছে। পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনে দারুণ এক জয় তুলে নিয়েছে সফররত ওয়েস্ট ইন্ডিজ।
স্বাগতিক ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে লিড নিয়েছে ক্যারিবীয়নরা। করোনা আবহের মাঝেও ওয়েস্ট ইন্ডিজের এমন জয়ে মুগ্ধ বিশ্ব ক্রিকেট। সাবেক ও বর্তমান ক্রিকেটরা ওয়েস্ট ইন্ডিজের এমন জয়ের প্রশংসা করেছেন। বাহবা দিয়েছেন ক্যারিবীয়দের পেসারদের পারফরমেন্সের।
দেশের জয়ে নিজেকে গর্বিত মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস। তিনি লিখেছেন, ‘দীর্ঘ বিরতির পর প্রথম ক্রিকেট ম্যাচটি খেলেছি আমরা । দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ছেলেরা। এ ম্যাচে জয় তাদেরই প্রাপ্য। তোমরা আমাদের গর্বিত করেছো।’
দুর্দান্ত জয়ের জন্য পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। তিনি লিখেছেন, ‘দারুণ এক টেস্ট ম্যাচ জয়। জেসন হোল্ডার ও তার দলকে অভিনন্দন। কোচিং ও ম্যানেজমেন্ট স্টাফরা দলকে তৈরি করেছে দারুণভাবে। তাদেরকেও অভিন্দন।’
দেশের দুর্দান্ত জয়ে অভিনন্দন জানাতে ভুল করেননি ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। হোল্ডারের নেতৃত্বের প্রশংসা করেছেন স্যামি। বলেন, ‘পুরো টেস্টেই দারুণ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ধৈর্য্য-পরিকল্পনা-পারফরম্যান্স, সবই ছিল। হোল্ডারের চমৎকার নেতৃত্বও দেখলাম।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন আরও একবার ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য অবিস্মণীয় একটি সপ্তাহ। যে পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ এখানে এসে খেলছে, এটা অসাধারণ। এ জন্য তাদের আরও একবার ধন্যবাদ। আবার মাঠে তারা দেখালো দুর্দান্ত পারফরমেন্স। এ জয় অবিশ্বাস্য। টেস্ট ক্রিকেটের জন্য অনেক-অনেক ভালোবাসা।’
এক জয়ে শুধুমাত্র নিজ দেশের কিংবদন্তিদেরই প্রশংসা পাননি, অন্য দেশের খেলোয়াড়দেরও প্রশংসা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই তালিকায় রয়েছেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও এমসিসির প্রেসিডেন্ট কুমারা সাঙ্গাকারা এবং ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
টুইটারে টেন্ডুলকার লিখেন, ‘দুই দলের ক্রিকেটাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। রুদ্ধশ্বাস ম্যাচে জার্মেই ব্ল্যাকউড লড়াকু ইনিংস খেলেছে। দারুণ জয়। সিরিজে বাকি ম্যাচগুলোও দারুণ হওয়ার প্রত্যাশা।’
ইনস্টাগ্রামে সাঙ্গাকারা লিখেছেন, ‘দারুণ এক টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটলো। কঠিন মানসিকতা দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডার ও বেন স্টোকস, দু’জনই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’
কোহলির লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের দারুণ এক জয়। টেস্ট ক্রিকেটের অসাধারণ প্রদর্শনী।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]